‘আমি কৃষ্ণভক্ত’। একথা বহুবার বলেছেন 'মিঠাই' সৌমিতৃষা কুণ্ডু। পর্দায়🍷 বহুবার জয় গোপাল, জয় গোপাল করতে দেখা গিয়েছে 'মিঠাই' রানিকে। আবার বাস্তবে এবং ব্যক্তি🦋গত জীবনেও পূজা অর্চনা করতে বেশ পছন্দ করেন সৌমিতৃষা। কৃষ্ণের টানে বহুবার ছুটে গিয়েছেন বৃন্দাবনে। সেই সৌমিতৃষারই নাকি শিব ঠাকুরে বড়ই ভয়। সম্প্রতি শিবরাত্রি নিয়েই নানান গল্প করেছেন সৌমিতৃষা।
শিব পুজোয় ভয় কেন?
একথা টিভি9 বাংলার কাছে খোলসা করেছেন সৌমিতৃষা। এই ভয়ের পিছনে লুকিয়ে রয়েছে একট🌞া বি♔শেষ গল্প।
সৌমিতৃষা বলেন, তাঁর এক পরিচিত নাকি ভীষণই ভক্তি ভরে শিবপুজো করতেন। কিন্তু তাঁর বরটা ছিল খুব খারাপ। আর সেই ঘটনাই নাকি ছোট থেকে 'সৌমি'র মনে দাগ কেটেছিল। তাঁর যখন একটু জ্ঞান হয়, তখন তিনি তাঁর মাকে🅠 বলতেন,'না না মা বর তো খারাপ হয়, করব না আমি শিবরাত্রি।' তবে সৌমিতৃষা জানান, তাঁর এই ভয়ের পর্ব অবশ্য এখন মিটে গেছে।
তবে সৌমিতৃষার কথায়, ‘আমি ইশ্বরে ভীষণ বিশ্বাসী, যদি ধামগুলোয় যান, দেখবেন জীবনটাই অন্যরকম লাগে। বৃন্দাবনে গেলে আমি তো কেঁদেই ফেলি। ইচ্ছা আছে, সম্ভব হলে ওখানে বাড়ি কিনব, ♋ওখানেই থাকব।’
আরওไ পড়ুন-'এই আমি সাবিত্রী', ‘ঠাম্মি🌼’র বাড়ির সাজানো দেওয়ালের সামনে দাঁড়িয়ে নাতনি পিঙ্কি
সৌমিতৃষা জানিয়েছেন, শেষ তিনবছর তিনি শিবরাত্রি পালন করেছেন। কারণ তাঁর কথায়,'আমি স্বপ্ন দেখছিলাম। সত্যি বলছি, হয়ত অনেকে বিশ্বাস করবেন না। আমি স্বপ্নে দেখি শিবের সঙ্গে কথা বলছি। তারপরই সিদ্ধান্ত ন♊িয়েছিলেন যে শিবরাত্রি পালন🐻 করব।'
তবে এ-প্রজন্মের অনেকেই ট্রেন্ডে গা ভাসিয়ে ঠাকুরঘর, পুজো ভক্তি এসব থেকে দূরেই থাকেন। একথায় সৌমিতৃষা অবশ্য বিশ্বাস করেন না। তাঁর কথায়, এই প্রজন্মের মধ্যেও পুজো বিষয়টা রয়েছে। যাঁরা করার তাঁরা ঠিকই করে। তবে যাঁরা করার নয়, তাঁরা সুযোগ পেলেও করবে না। অভিনেত্রীর কথায়, রিলস,ছবি 💝এসব তো জীবনে রয়েছেই তবে ভক্তিটা যেন হারিয়ে না যায়। ছবি তুলব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, ঠিক আছে। তবে ভক্তিতে কোনও ফাঁকি চলে না বলেই বিশ্বাস সৌমিতৃষার।