বলিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ১৯৭৬ সালে ‘মৃগয়া’ ছবি দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু করেন। রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। তাঁর নাচের স্টেপে মুগ্ধ ছিল আশির দশকের সিনেপ্রেমীরা। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে, বলিউডকে 🍸একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। ভক্তদের কাছে আজ তিনি ‘মহাগুরু’ নামে পরিচিত।
বিনোদন জগত থেকে রাজনীতির মঞ্চে এখন কাজ করে ‘মিঠু𒁃ন দাপট’। অথচ একসময় নাকি গায়ের রঙ নিয়ে পদে পদে অপমানিত হয়েছে তাঁকে, বিস্ফোরক অভিযোগ অভিনেতার। গানের রিয়েলিটি শো সারেগামাপা লিটল চ্যাম্পসের মঞ্চে কঠিন সময়ের কথা স্মরণ করলেন মিঠুন। সেলিব্রেটিং ডিস্কো কিং-এর বিশেষ পর্বে পদ্মিনী কোলপুরির পাশাপাশি হাজির ছিলেন তিনিও।
এ দিন মঞ্চে এসে মিঠুন চক্রবর্তী বলেছেন, ‘আমার সঙ্গে যা ঘটেছে আমি চাই আর কারও সঙ্গে 💛যেন এমনট⛦া না ঘটে। সবার জীবনেই স্ট্রাগল রয়েছে। কিন্তু প্রতি মুহূর্তে আমাকে গায়ের রঙের জন্য বছরের পর বছর অপমানিত হতে হয়েছে। এমনও দিন গিয়েছে না খেয়ে শুয়ে পড়েছি। নিজের কথা ভেবে নিজেই কাঁদতাম। ভাবতাম ওবেলা কী খাব। কোথায় ঘুমাবো। কতদিন ফুটপাথে শুয়ে ঘুমিয়ে পড়েছি।’
আরও পড়ুন: সঞ্চালকের আসন ছেড়ে হটসিটে বসলেন অমিতাভ! KBC-এর এই পর্বে সবকিছু হল ওলট-পালট