বড়দিনের ঠিক মুখেই ২২ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পায় কাবুলিওয়ালা। মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবিটি মানুষের মধ্যে সাড়া জাগাতে বেশি সময় 𝐆নেয়নি। তাঁর এবং ছোট্ট মিনি ওরফে অনুমেঘার বন্ধুত্ব, রসায়নে মুগ্ধ হয়েছে অপামর বাঙালি। ভেসেছে নস্টালজিয়ায়। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোট গল্প অবলম্বনে নির্মিত এই ছবি কেমন হবে সেটা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু পরিচালক সুমন ঘোষ যে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 'ফ্লাইং কালার্স' নিয়ে সেটা বলাই যায়। এবার বাংলা, ভারতের পর আমেরিকায় মুক্তি পেল কাবুলিওয়ালা। ২ ফেব্রুয়ারি সেই দেশে মুক্তি পেয়েছে এই ছবি।
আমেরিকায় মুক্তি পেল কাবুলিওয়ালা
২ ফেব্রুয়ারি আমেরিকায় মুক্তি পেল মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা। আমেরিকার একাধিক প্রদেশ যেমন টেক্সাস, ক্যালিফোর্নিয়া, মিশিগান, জর্জিয়া, ভার্জিনিয়া, ফ্লোরিডা, ম্যারিল্যান্ড, নর্থ ক্যারোলিনা, ওহিও, ꦗনেভাডা সহ একাধিক জায়ꦬগার একাধিক হলে দেখানো হচ্ছে সুমন ঘোষের এই ছবিটি। আর সেখানে মুক্তি পাওয়ার পরই দর্শকদের থেকে ভালো সাড়া পাচ্ছে কাবুলিওয়ালা। হয়েছে প্রশংসিতও।
আরও পড়ুন: শত লুকোছাপার মধ্যেও প্রকাশ্যে দেবী চৌধুরা💫নীর শুটিংয়ের BTS দৃশ🐻্য! দেখা গেল 'প্রফুল্ল' শ্রাবন্তীকে?
কাবুলিওয়ালা প্রসঙ্গে
রবি ঠাকুরের লিখে যাওয়া কাবুলিওয়ালা নিয়ে আগেও ছবি হয়ে𓃲ছে। ১৯ဣ৫৭ সালে মুক্তি পেয়েছিল তপন সিনহা পরিচালিত একই নামের ছবি। সেখানে রহমতের চরিত্রে দেখা মিলেছিল ছবি বিশ্বাসের। সেই ছবি আজও বাঙালির মননে গেঁথে আছে। এরপর ১৯৬১ সালে মুক্তি পায় বলরাজ সাহানি অভিনীত কাবুলিওয়ালা। তারপর ২০২৩ সালে সুমন ঘোষ ১৯৬৫ সালের ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে তৈরি করলেন এই ছবি।
এখানে রহমতের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন 🐼চক্রবর্তী, মিনির ভূমিকায় আছে অনুমেঘা কাহালি। অন্যদিকে মিনির মা বাবার চরিত্রে যথাক্রমে দেখা গিয়েছে সোহিনী সরকার এবং আবির চট্টোপাধ্যায়কে। বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করেছে এই ছবি।
কাবুলিওয়ালার সঙ্গে একই সময় মুক্তি পেয়েছিল একাধিক বিগ বাজেট ছবি। দেবের প🔯্রধান তো ছিলই। সঙꦺ্গে ছিল শাহরুখের ডাঙ্কি, প্রভাসের সালার। তার মধ্যেও বিশেষ ভাবে ছাপ ফেলেছে এই ছবিটি।