কেরিয়ারের শুরুতে কম ওঠাপড়া যায়নি মিঠুন চক্রবর্তীর। বলিউডে নিজস্ব পরিচয় গড়া কখনোই খুব একটা সহজ ছিল না তাঁর জন্য। এখন আর সেভাবে সিনেমা না করলেও, এখনও মিঠুনের পরিচয় ‘ডিস্কো ডান্সার’ হিসেবে। তবে অভিনেতার কোনও পুত্রই সেভাবে নাম করতে পারেনি। মিমো থেকে নমশি, বাবার খ্যাতির 💖একভাগও আসেনি ছেলেদের কাছে। আর সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন নমশি, যিনি কদিন আগেই রাজকুমার সন্তোষির ব্যাড বয় দিয়ে ডেবিউ করেছিলেন।
নমশির দাবি, তাঁর দাদা মিমো-র মধ্যে সুপারস্টার হওয়ার সব সম্ভাবনাই ছিল, যদি তিনি সঠিক সুযোগ পেতেন। অভিনেতা লেহরেন রেট্রোর সঙ্গে কথা বলার সময় জানান, ‘তিনি একজন সুপারস্টার হয়েই জন্মগ্রহণ করেছিলেন। তার একজন সুপারস্টার হওয়ার সব সম্ভাবনা 🌳রয়েছে। তবে ইন্ডাস্ট্রি অন্যান্য তারকা বাচ্চাদের নিয়ে খুব ব্যস্ত। অভিষেক (বচ্চন) স্যারকে যত সুযোগ দেওয়া হয়েছে, তা আমার ভাইকে দেওয়া হলে,🌠 তিনি আজ সুপারস্টার হতেন। একথা আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি।’
আরও পড়ুন: ‘সবাই আজকাল অরিজিৎ…’! গানের বাজারের সিংহভাগ দখল বাংলার ছ൩েলের, উষ্মা শানের
মি🍬মো ২০০৮ সালে 'জিমি' দিয়ে আত্মপ্রকাশ কর𝓰েছিলেন। নমাশি বলেন যে, এই ছবির ব্যর্থতা এখনও তাঁর ভাইকে তাড়া করে। ‘দুর্ভাগ্যবশত, লোকেরা জিমিকে সম্ভবত একটি বড় প্রোডাকশন হাউজের সবচেয়ে চেয়ে বড় ফ্লপ হিসাবে দেখে । যদি সে অভিষেক ভাইয়ার মতো অনেকগুলি সুযোগ পেতেন, তবে দেখিয়ে দিতে পারতেন।’
আরও পড়ুন: খ্রিস্টা꧑ন থেকে মুসলিম! ইসলাম গ্রহণের পর রমজান মাসে কটা রোজা রাখছেন ভিভিয়ান
একটি পুরানো সাক্ষাৎকারে, ꦏমিমো স্বীকার করেছিলেন যে, অমিতাভ-পুত্র অভিষেক বচ্চন তাঁর অনুপ্রেরণার প্রধান উৎস ছিলেন, যখন তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। অভিষেকের তাঁকে দেওয়া পরামর্শও সেই সময় প্রকাশ করেছিলেন মিমো। ‘এই কঠিন সময়ে আমি সবসময় অনুপ্রেরণার জন্য অভিষেক বচ্চনের দিকে তাকিয়ে থাকতাম । তিনি ইন্ডাস্ট্রির 'ঈশ্বর'-এর ছেলে এবং তাঁকে প্রতিনিয়ত তুলনার সঙ্গেই বাঁচতে হয়। তিনি আমাকে বলেছিলেন যে, লোকেরা আপনাকে সর্বদা নীচে ফেলে দেবে, কিন্তু আপনাকে উঠত😼ে হবে এবং লড়াই করতে হবে! সুতরাং, অভিষেক আমার নায়ক’, মিমো বলেছিলেন।
আরও পড়ুন: ‘কেউ কেন এতবার…’, কাঞ্চন𒁏ের ৩য় বিয়ে ‘টিকবে কতদিন’ মাপছে নেটপাড়া! কী জবাব পিঙ﷽্কির
মিমো 'জিমি', 'হন্টেড থ্রিডি' এবং 'লুট'-এর পরে খুব বেশি সিনেমা করেননি। তাকে শেষ দেখ🔯া গিয়েছিল নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘জোগিরা সা রা রা’ ছবিতে।