দোলে সাধারণত রং কিংবা 💧আবির দিয়েই একে অপরকে শুভেচ্ছা জানান বাঙালিরা। তবে দোলের ঠিক আগের দিন হাসনাবাদ মেলায় গিয়ে একটু অন্যরকম উপহার পেলেন বꦗিধায়ক, অভিনেতা কঞ্চন মল্লিক। সোশ্যাাল মিডিয়ার হাত ধরে সকলের সঙ্গে সেই উপহার ভাগ করে নিয়েছেন কাঞ্চন। অল্প বিস্তর নয়, থার্মোকলের বাক্স ভর্তি পুরস্কার এসেছে কাঞ্চনের জন্য।
তা কী আছে সেই বাক্সে?
বাক্স খুলতেই দেখা গেল ভর্তি বরফ, কলাপাতা চাপা। সেটি তুলতেই দেখা গেল, ভেটকি, ট্যাংরা, বাগদা চিংড়ি, ভোলা সহ আরও কত মাছ! কাঞ্চন মল্লিক লেখেন, ‘গতকাল বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জীর আমন্ত্রণে বসিরহাট হাসনাবাদে (দক্ষিণ বারাসাত) - মেলায় গিয়েছিলাম। সেখানে মেমেন্টো হিসেব কি পেলাম ! Share করলাম আপনাদের সাথে।’ কাঞ্চনের কথায়, তাঁর কয়েকজন 'ভাই' তাঁকে এই উপহার দিয়েছেন। উপহার পেয়ে তিনি যে খুশিতে গদগদ, তা তাঁর কথা শুনেই বোঝা যাচ্ছে। কাঞ্চন মল্লিকের এই পোস্টে এসেছে কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, ‘আমি ভেটকিটা খেতে চাই, জিরে বাটার পাতলা ঝ♎োল’, কেউ লিখেছেন, ‘তোমার ফ্ল্যাটে আসছি, আমি কিন্তু এনিটাইম হাজির হতে পারি দাদা।’ কারোর মন্তব্য 'খিদে পাচ্ছে কাঞ্চন দা'। কারোর দাবি, ‘বাড়িতে নিমন্ত্রণ করো খেয়ে আসি।’ কেউ আবার বিধায়কের ভুল সংশোন করে বলেছেন, ‘এটা দক্ষিণ বারাসত নয়, শুধু বারাসত, যেটা উত্তর ২৪ পরগনার অন্তর্গত। দক্ষিণ বারাসত বারুইপুর সাবডিভিশনে দক্ষিণ ২৪ পরগনার মধ্যে পড়ছে।’ কারোর কথায়, ‘এমন উপহার বিধায়করা পেয়েই থাকেন।’