যাদবপুরে নাবালক ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা ꦦরাজ্য। এবার এই ঘটনায় মুখ খুললেন রাজ্যের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। বুধবার যাদবপুরের ছাত্র মৃত্য়ু নিয়ে প্রশ্ন করা হয় সোহমকে। তিনি বলেন, ‘যাদবপুরের ঘটনায় আমি হতবাক। যারা এই ঘটন🏅া ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরা যাতে কঠোরতম শাস্তি পায় তার ব্যবস্থা করতে হবে।’
সোহম চক্রবর্তী আরও বলেন, ‘একজন নাগরিক হিসাবে আমি বলব, আমরা সকলেই ছাত্র জীবন অতিক্রম করে এসেছি। ছাত্রজীবন পার করেই যে যাঁর লক্ষ্যে পৌঁছেছি। এই অপরাধীরা ছাত্রের ভেক ধরে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য থেকে যায়।’ এখানেই শেষ নয়, ꦯক্ষুব্ধ সোহম বলেন, 'এরা আসলে সাইকো পেশেন্ট। র্যাগিং এমন বিষয় নয় যে করতেই হবে, এটা তো আর বাধ্যতামূলক নয়। এমন নয় যে এটা করলে দেশ উদ্ধার করতে পারব। আজ যেমন যাদবপুরের ছাত্রটি মারা গেল। এর আগও র্যাগিং-এর শিকার হয়ে অন🌊েক ছাত্র মারা গিয়েছেন। এসব হয়েছে এই সাইকো কিলারদের জন্য।'