হ্যাট্রিকের পর অবশেষে থামলেন রানিমা। টিআরপি তালিকায় টানা তিন সপ্তাহ সেরার শিরোপা ধরে রেখেছিল জি বাংলার ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’, অবশেষে সেই জায়গা দখল করল মোহর। সৌজন্যে শঙ্খর বিয়ের হাইভোল্টেজ ড্রামা। প্রথম থেকে নেমে দ্বিতীয়স্থানে ‘করুণাময়ী রাণী রাসমণি’। তবে ফারাক উনিশ-বিশের। দুই সিরিয়ালের পয়েন্টের ব্যাবধান মাত্র ০.২। মোহর টিআরপি রেটিংয়ে ঝুলিতে পুরেছে ১০.৭, অন্যদিকে রানির খাতায় রয়েছে ১০.৫। খুব বেশি পিছিয়ে নেই তৃতীয়স্থানে থাকা ‘খড়কুটো’। সৌজন্য-গুনগুনের বিয়ের তোড়জোড় এই ধারাবাহিককে এনে দিয়েছে ১০.৪ রেটিং। ৯.৭ রেটিং নিয়ে তালিকায় চতুর্থ স্থান যৌথভাবে দখল করে নিয়েছে -‘কৃষ্ণকলি’ আর ‘সাঁঝের বাতি’। সুতরাং টাইম লিপে কাজ হয়েছে কৃষ্ণকলির জন্য। অনেকদিন পর টিআরপি তালিকায় সেরা চারে উঠে এল কৃষ্ণকলি। এ সপ্তাহে শ্রীময়ী-জুন-রোহিত-অনিন্দ্যর সম্পর্কের টানাপোড়েনের গল্প ‘শ্রীময়ী’ রয়েছে পঞ্চমস্থানে। এই টিমের সংগ্রহ ৮.৯ পয়েন্ট। সেরা দশের তালিকায় আর কারা কোথায় রয়েছে দেখে নিন এক নজরে-