‘কীভাবে সামলাব এই পরিস্থিতি মা? কীভাবে এই শূন্যতা, এই যন্ত্রণা দূর হবে? মনে হয় মা ক্লান্ত, কিংবা নয়। কিন্তু এটাই সময়, আর আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। মায়ের লাইফ সাপোর্ট সরিয়ে দেওয়ার…’ ইনস্টাগ্রামের স্টোরিতে এইভাবেই নিজের বুকফাটা যন্ত্রণার কথা তুলে ধরেছেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা মোনালি ঠাকুর। মায়ের সঙ্গে আর খুব বেশি সময় বাকি নেই, এতক্ষণে হয়ত সব শেষ, এমনই ইঙ্গিত দিয়েছেন গায়িকা। আরও পড়ুন-ফাংশনে দু’ঘণ্টা দেরিতে এলেন মোনালি ঠা🧸কুর, মারমুখী জনতা! মাঝখান থেকে ক্রোধের মুখে সঞ্চালিকা
অসহায় মেয়ের করুণ আর্তনাদে চোখ ভিজেছে তাঁর ভক্তদের। কয়েকদিন আগেই🎐 ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন মোনালি। সেখান থেকে জানা যায়, তাঁর মা অসুস্থ। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মায়ের হাত শক্ত করে ধরে রেখেছেন মোনালি। তবে এবার সেই হাতটা চিরতরে ছেড়ে গেল মোনালি ও তাঁর দিদি মেহুলিকে, সেই আভাস স্পষ্ট গায়িকার পোস্টে।
ইনস্টাগ্রাম স্টোরিতে মায়ের সঙ্গে মেয়েবেলার ছ𒉰বি পোস্ট করে মোনালি আরও লিখলেন, ‘এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়তে হয়, তা কেন শেখাওনি তুমি…অসহায় লাগছে…কী করব বুঝতেই পারছি না। মা তুমি শান্তিতে🅠 থেকো। কিন্তু তোমাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে…কোথায় রয়ে গেলাম মা আমি… এবার কী করব… আমার মা, আমার শিকড়, আমার সব…।’
মোনালি ও তাঁর দিদি মেহুলি বাবা শক্তি ঠাকুরকে হারান করোনাকালে। ২০২০ সালের অক্টোবর মাসে প্রয়াত হন গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর। তারপর থেকে মা-কে আগলেই কেটেছে দুই মেয়ের দিন। এবার কার্যত অভিভাবকহীন হওয়ার পথে 🤡দুই বোন। এপ্রিল মাসের শেষেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে 🔯ভর্তি করা হয় মোনালির মা-কে। কাজ করছিল না দুটো কিডনি, চলছিল ডায়ালেসিস। অক্সিজেন লেভেল ৫১-এ নেমে গিয়েছিল। তিনদিন আগে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয় শক্তি ঠাকুর ঘরণীকে। প্রার্থনাও কাজ করছিল না, মিরাকেলের অপেক্ষায় দিন গুণছিলেন দুই বোন, তবে চিকিৎসকরা শেষ জবাব দিয়ে দেওয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে আবেগঘন বার্তা মোনালির।
গত কয়েক বছর ধরেই ছন্নছাড়া গায়িকার ব্যক্তিগত জীবন। সুইৎজারল্যান্ডের মাইককে বিয়ে করেছিলন মোনালি, তবে সেই বিয়ে ট𝓀েকেনি বলেই গুঞ্জন শোনা যায়। তবে সেই নিয়ে মুখ খোলেননি মোনালি। প্রসঙ্গত, দু-দিন আগেই মা-কে হারিয়েছেন অভিনেত্রী তন্বী লাহা রায়। বুধবার সোশ্যালে সেই যন্ত্রণার কথা প্রকাশ্যে আনেন মিঠাই খ্য়াত অভিনেত্রী।