দাদাগিরির পর্ব শেষ, আপতত সপ্তাহ শেষে জি বাংলার পর্দায় উঠে আসছে সারেগামাপা লেজেন্ডস। সঞ্চালনায় অনির্বাণ ভট্টাচার্য, তবে সপ্তাহখানেক পরেই শুরু হবে সারেগামাপার নতুন সিজন। ফের একবার বাংꦰলার নানান প্রান্ত থেকে উঠে আসা সঙ্গীতশিল্পীদের জন্য থাকবে নিজেকে প্রমাণ করে দেখানোর বড় সুযোগ।
আসন্ন সিজনেও সারেগামাপা পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিৎ সেন। এর পাশাপাশি থাকবেন আট জন স💧ঙ্গীত তারকা। এই বছর বদলাচ্ছে এই রিয়ালিটౠি শো-এর ফর্ম্যাট। এবার আর শো'তে মেন্টর হিসাবে কেউ থাকবেন না, বদলে বাড়ছে বিচারকের সংখ্যা। এই বছর মোট ৮ জন বিচারক এই গানের রিয়ালিটি শো-এর মঞ্চ অলঙ্কৃত করবেন। তবে একা নয়, বিচারকরা থাকবেন দোকায়! হ্যাঁ, দুই জন বিচারককে নিয়ে হবে একটা টিম! অর্থাৎ আট জন বিচারককে নিয়ে তৈরি হবে চারটি দল। এবং প্রতিযোগিদের ভাগ করা হবে এই চারটি দলে।
এখন দেখে নেওয়া যাক বিচারকদের আসনে ঠিক ক🗹ারা থাকবেন-
এই সিজনে আটজন শিল্পীর মধ্যে সাতজনই বাঙালি। দু-জনের বলিউড ꦕকানেকশন থাকলেও বাংলার শিকড়ের সঙ্গে জুড়ে আছেন। অন্যদিকে পুষ্পার ‘শ্রীবল্লি’ খ্যাত জাভেদ আলি অজস্র বাংলা গান গেয়েছেন, তাঁকেও দেখা যাবে বিচারকের ভূমিকায়। এর পাশাপাশি থাকছেন, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়, শান্তনু মৈত্র, কৌশিকি চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং অন্তরা মৈত্র।
রিয়ালিটি শো-এর মঞ্চ থেকেই উঠে এসেছিলেন অন্তরা। অরিজিৎ সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু তিনি, একসঙ্গে ‘গেরুয়া’র মতো হিট গান গেয়েছেন দুজনে। এই প্রথমবার কোনও শো-এর বিচারকের আসনে থাকছেন অন্তরা। শ🌜ান্তনু মৈত্র ও কৌশিকিকে আগেও সারেগামাপা-র বিচারক হিসাবে দেখেছে দর্শক। যদিও গত সিজনে ‘পরিণীতা’র মিউজিক ডিরেক্টরের পাশাপাশি রিচা শর্মা ও শ্রীকান্ত আচার্যকে বিচারক হিসাবে পেয়েছিল দর্শꦜক ও প্রতিযোগিরা। এই বছর শো-এর অংশ হচ্ছেন না তাঁরা।
ইমন, রাঘব, জোজোরা এর আগে মেন্টরের ভূমিকা পালন করলেও এবার সোজা বিচারক। মহাগুরুর আসনেও নাকি থাকছেন না প🍬ণ্ডিত অজয় চক্রবর্তী। গত বুধবার থেকে জোর কদমে শুরু হয়ে গিয়েছে সারেগামাপা-র শ্যুটিং। সঞ্চালনার দায়িত্বভার থাকছে আবির চ🤪ট্টোপাধ্যায়ের উপর। সারা বাংলা থেকে প্রতিভা খুঁজে বের করে এনেছেন রথীজিৎ ভট্টাচার্য, জোজো, ইন্দ্রদীপ দাশগুপ্তরা।
গত সিজনে সারেগামাপা-র ট্রফি উঠেছিল পদ্মপলাশের হাতে, তবে জনপ্রিয়তায় তাঁকে টেক্কা দিয়েছেন অ্যালবার্ট কাবো। নতুন সিজন শুরুর আগে থেকেই বিতর্কের শেষ নেই। সেইসব ভুলে দর্শকদের সেরা নন-ফিকশন শꦕো উপহার দিতেই আগ্রহী পরিচালক অভিজিৎ সেন।