৫০ বছরেরও বেশি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ১৯৬৭ সালে তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’র হাত ধরেই বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘পিকু’ সিনেমায়। টলিউড থেকে বলিউডে কাজ করে দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। কাজ করেছেন উত্তম কুমার থেকে শুরু করে অমিতাভ🅷 বচ্চনের নায়িকা হিসেবে।
সদ্য দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। ‘চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান’-এর জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী। বিভিন্ন ক্যাটাগরিতে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন বলিউডের অনেক তারকা। সেরা অভিনেতা- শাহরুখ খান (জওয়ান), সেরা অভিনেতা (সমালোচক)- ভিকি কৌশল (স্যাম বাহাদুর), নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা- ববি দেওল (অ্যানিম্যাল), সেরা পরিচালক- সন্দীপ রেড্ডি ভঙ্গা (অ্যানিম্যাল), সেরা অভিনেত্রী- নয়নতারা (জওয়ান)-সহ আরও অনেকে। আরও পড়ুন: মুখোমুখি দুই প্রাক্তন, শাহিদকে দেখে এড়িয়ে গেলেন করিনা? চোখেমুখে অস্বস্তির ছ🐭াপ নাকি
বাংলা থেকে হিন্দি ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন ৭০ দশক জুড়ে। কেবল সৌন্দর্যে নন, অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন কত শত মানুষকে। বালিকা বধূ’র নায়িকা এক সময় জানিয়েছিলেন, তিনি যত বেশি কাজ করতে পারতেন, তা করেননি যৌ𝐆বনে। কারণ পেশা জীবনের থেকে নিজের ব্যক্তিজীবন থেকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন মৌসুমী। অভিনেত্রী হিসেবে নিজের ১০০ শতাংশ দেননি বলেই দাবি তাঁর।