৫০ বছরেরও বেশি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন মৌসুমী চট্ট🔴োপাধ্যায়। টলিউড থেকে বলিউডে কাজ করে দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। সেই সুবাদে দু’-তিন প্রজন্মের নায়কদের দেখেছেন। কাজ করেছেন উত্তম কুমার থেকে শুরু করে অমিতাভ বচ্চনের নায়িকা হিসেবে। সদ্য হাসি অভিনেত্রীর মুখে। মন খুলে কথা বলতে ⛄বেশি পছন্দ করেন।
সদ্য ইন্ডিয়ান আইডল রিয়ালিটি শোয়ে উপস্থিত হয়েছিলেন মৌসুমী। যেখানে বিচারকের আসনে ছিলেন তিনি। সেখানে নতুন নতুন মুম্বইতে গিয়ে যে ‘ভাষা অভিজ্ঞতা’ সঞ্চার করেছেন, সেই কথাই ভাগ করে নিয়েছেন। হঠাৎই মৌসুমী বলে ওঠেন, তাঁর মাইক না হলেও চলবে। তিনি জোরে কথা বলতে পারেন। এখান থেকেই শুরু হয়ে হাসি-মজা। আরও পড়ুন: কেরলে ‘সাং💝ঘাতিক’ বিপদ ইমনের সা🎐মনে! ভয়ের চোটে এ কী হাল গায়িকার, দেখুন ভিডিয়ো
এরই মাঝে মৌসুমী হঠাৎ বলে বসেন- ‘আমাকে বলা হচ্ছে, আমি যেন হিন্দিতে কথা বলি। আরে ছবি তো নির্বাকও হয়। বম্বের তো কোনও ভাষাই নেই। আপুনকো, তেরেকো, মেরেকো, এটা কোন হিন্দি ভাই। আরে আমি যখন বম্বেতে এসেছিলাম, লোকের মুখে শুনেছিলাম, লোচা হয়ে গেল। আমি ভাবতে থাকি, লোচাটা কী💜 ভাই। এত কিছু শুনেছি, এই লোচাটা কী? অর্ধেক মানুষ ইংরেজিতে দিচ্ছেন, অর্ধেক ম𓃲ানুষ মারাঠিতে দিচ্ছেন, অর্ধেক মানুষ হিন্দিতে দিচ্ছেন, অর্ধেক মানুষ লোচা করছেন’।