ভারতের ওজি সুপারহিরো শক্তিমানের চরিত্রে অভিনয় করা, প্রবীণ অভিনেতা মুকেশ খান্না যখন ভারতীয় পর্দায় আইকনিক চরিত্রটি ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন, তখন থেকে꧟ই বেশ উত্তেজিত দর্শকদের একাংশ। সোমবার সংবাদসংস꧃্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, অভিনেতা এই চরিত্রের সঙ্গে তাঁর গভীর সংযোগ এবং এটির ফিরে আসা সম্পর্কে তাঁর উত্তেজনা ব্যক্ত করলেন।
‘আমি শক্তিমানে ভালো কাজ করেছি, কারণ এটা আমার ভিতর থেকে এসেছিল ... অভিনয়ের পুরোটাই আত🐼্মবিশ্বাসের ব্যাপার। শুটিংয়ের সময় ক্যামেরার ক🦩থা ভুলে যাই... আবার শক্তিমান হয়ে ওঠায় আমি অন্যদের চেয়েও বেশি খুশি।’, বললেন বর্ষীয়ান অভিনেতা।
শক্তিমানকে নতুন প্রজন্মের সামনে ফিরিয়ে আনা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি আ🐓মার দায়িত্ব পালন করছি যা আমি ১৯৯৭ সালে শুরু করেছিলাম এবং যা ২০০৫ সাল পর্যন্ত চলেছিল। আমি মনে করি ২০২৭ সালে আমার কাজ জনগণের কাছে পৌঁ🍒ছানো উচিত কারণ আজকের প্রজন্ম অন্ধের মতো চলছে। তাঁদের থামাতে হবে এবং তাঁদের বলতে হবে এবার একটু শ্বাস নাও।’
রবিবার, মুকেশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টার ꦕশেয়ার করেছেন এবং টিজার ভিডিয়োটি ঘোষণা করেছেন, যা শক্তিমানের প্রত্যাবর্তনের এক ঝলক দেয়।
ভিডিয়োতে, আমরা শক্তিমানকে উড়ে একটু স্কুলে যেতে এবং সেখানে অবতরণ করতে দেখি, যেখানে সে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ এবং সুভাষ চন্দ্র বসু-সহ ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেখে স্বাধ꧟ীনতার বিষয়ে একটি গান গাইছেন।
‘তার ফেরার সময় হয়েছে। আমাদের প্রথম ভারতীয় সুপার টিচার- সুপার হিরো। হ্যাঁ! আজকের শিশুদের উপর অন্ধকার এবং অশুভ শক্তি বিরাজ কর🐻ছে... এবার তার ফেরার পালা। তিনি একটি বার্তা নিয়ে ফিরে আসেন। ফিরে আসেন শিক্ষা নিয়ে। আজকের প্রজন্মের জন্য। তাকে স্বাগতম। দু'হাত দিয়ে !!!!’, লিখেছেন তাঁর পোস্টে।
তবে ৬৬ বছর বয়সে এসে মুকেশ খান্নার লুক দেখে কার্যত ট্রোলে ভরিয়ে দিল নেট-নাগরিকরা। একজন লিখলেন, ‘এখন পেটুম্যান’ লাগছে। দ্বিতীয়জন লেখেন, ‘আরে নতুন প্ꦉরজন্ম এরকম দাদু শক্তিমান 🐽দেখবে না’। তৃতীয়জনের মন্তব্য, ‘দয়া করে শক্তিমানটাক খারাপ করবেন না। ওটা সুন্দর স্মৃতি।’
শক্তিমান, যা মূলত ১৯৯𝕴৭ সালে দূরদর্শনে প্রচারিত হয়েছিল, কিছুদিনের মধ্যেই ভারতের অন্যতম জনপ্রিয় সুপারহিরো শো হয়ে ওঠে। শোটি ৪৫০ টিরও বে⭕শি পর্ব ধরে চলেছিল এবং লক্ষ লক্ষ দর্শকের কাছে একটি নস্টালজিক স্মৃতি হিসাবে রয়ে গিয়েছে এখনো।