পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় 'শক্তিমান'। নাহ, এবার আর তিনি ‘শক্তিমান’ নন, এবার তিনি একজন অবসরপ্রাপ্ত RAW অফিসার ‘মার্শাল’। এর আগে জানা গিয়েছিল ‘মার্শাল’কে তিনি সিনেমার পর্দা নয়, ওয়েব শোর মাধ্য়মে পর্দায় আনার পরিকল্ꦗপনা করেছেন। মুকেশ খান্না জানিয়েছিলেন, ‘কোভিড ও পরবর্তী সময়ে দেখেছি OTT শোগুলি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।’
আমি খেয়াল করেছি দর্শক এখন যেমন টিভি দেখতে পছন্দ করেন তেমনই তাঁরা OTT-তেও বিভিন্ন বিষয়বস্তু দেখতেও পছন্দ করেন। আমার প্রজেক্ট মার্শাল একজন অবসরপ্রাপ্ত RAW অফিসারের গল্প। গল্পটি ৮-১০ পর্বের উপরে বলা হবে। আমি যদি এটা নিয়ে স🤪িনেমা বানাতাম, তাহলে এটা তৈরি করতে আরও বেশি সময় লাগত। আমি আর অপেক্ষা করতে চাইনা। আমি শীঘ্রই এটা তৈরি করে প্রকাশ করার আশায় রয়েছি।'
আরও পড়𒊎ুন-নদীর পাড়ে হাঁটু 🥂গেড়ে বসে যুবকের প্রেম নিবেদন! জঙ্গলে এ কার সঙ্গে একান্তে নন্দিনী দিদি?
এদিকে আবার মুকেশ খান্নার শো 'শক্তিমান' ও 'সৌতেলা'ও আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে। সেবিষয়ে মুকেশ খান্না বলেন, ‘মহামারীর সময় শক্তিমা൩ন দর্শকদের জন্য পুনরায় চালানো হয়েছিল। এখন, আবারও শোটি দূরদর্শনে দেখানো হবে। আমার পুরনো আরও একটা শো সৌতেলাও আবার দূরদর্শনের পর্দায় ফিরিয়ে আনা হতে চলেছে। দূরদর্শনের তরফে এগুলি দেখানোর জন্য আবার আগ্রহ দেখানো হয়েছে, আর তাই আমি ওঁদের শোগুলি প𝓡ুনরায় সম্প্রচারের জন্য সম্মতি দিয়েছি।’
মুকেশ খান্না ⛄একসময় বি আর চোপড়ার 'মহাভারত'-এ ভীস্মের চরিত্রে অভিনয় করে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলেন। মুকেশ খান্না বলেন, তিনি নতুন করে 'মহাভারত'-এর পুরনো কিছু সহকর্মীদের সঙ্গে নতুন করে যোগাযোগ করেছেন।
মুকেশ খান্না বল𒐪েন, ‘আমি মহাভারতে দুর্যোধন ও দ্রোণাচার্য চরিত্রে যাঁরা অভিনয় করেছিলেন, সেই পুনীত ইসার এবং সুরেন্দ্র পালের সঙ্গে যোগাযোগ করেছিলাম। গুফি পেন্টালের সঙ্গেও আমার যোগাযোগ ছিল। ভীষ্ম একটা আইকনিক চরিত্র ছিল এবং সেসম আমরা সবাই একটা টিম হিসাবে কাজ করেছি। আমি এর জন্য অনেক পুরস্কার এবং প্রশংসাও পেয়েছি। এটা আমার আজীবনের জন্য একটা স্মরণীয় চরিত্র ছিল। আমি গর্বিত যে আমি এমন একটা আকর্ষণীয় মহাকাব্যিক শোয়ের অংশ ছিলাম।’