১৮ বছরের তরুণীকে ধর্ষণের চেষ্টা, বাধা দেওয়ায় মেরে মাথার খুলি ভেঙে দিলেন কাস্টিং ডিরেক্টর। ঘটনায় অভিযুক্ত দীপক মালাকারকে গ্রেফতার করেছেন মুম্বই পুলিশ। যিনি কিনা 🦋বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে।
ঘটনাটি ঘটে গত ১১ অগস্ট। ওইদিন তরুণীকে যৌন নিপীড়ন এবং মারধরের পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান দীপক মালাকার নামে ওই অভিযুক্ত ব্যক্তি। যিনি কিনা নিজেকে ভিডিয়ো এডিটর এবং কাস্টিং ডিরেক্টর বলে দাবি করেছেℱন। দীপক ধরে নিয়েছিলেন নির্যাতিতা তরুণী মারা গিয়েছে💛ন, এরপর বেশকিছুদিন আত্মগোপন করে ছিলেন তিনি। পরে মুম্বইয়ের ভারসোভা পুলিশ তাঁকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। যাঁর সঙ্গে দীপক মালাকার নামে ওই ব্যক্তির বিয়ে হওয়ার কথা ছিল। ১১ অগস্ট মেয়েটিকে বন্ধুর ফ্ল্যাটে নিয়ে যায় দীপক। তা😼ঁকে যৌন নিপীড়নের চেষ্টা করে। মেয়েটি বাধা দিলে তার মাথা দেওয়ালে জোরে ঠুকে দেন দীপক, মুখেও আঘাত করা হয়। মেয়েটি অজ্ঞান হয়ে গেলে দীপক ও তাঁর বন্ধুরা ধরে নিয়েছিলেন মেয়েটি মারা গিয়েছে। ভয় পেয়ে শহর🧜 ছেড়ে পালিয়ে যান তাঁরা। এরপর জ্ঞান ফিরলে সাহায্যের জন্য চিৎকার করে মেয়েটি। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দু'দিন ICU-তে থাকার পর এখন নির্যাতিতা তরুণী কিছুটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানা যাচ্ছে।
পরে সুরাটের একটি বুথ থেকে দীপক মালাকার নামে ওই ব্যক্তি বন্ধুদের কাছে ফোন করলে সেই ফোন ট্র্যাক করে তাঁকে ধরে ফেলে পুলিশ। কয়েকদিন নিজের মোবাꦆইল বন্ধ করে রেখেছিলে দীপক। সোমবার সুরাটের একটি ATM-থেকে টাকা তোলার সময় তাঁকে ধরে ফেলে পুলিশ।
জান🦋া যাচ্ছে, নিজের বয়ানে অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন দীপক মালাকার। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা), ৩৪২ (অন্যায়ভাবে আটকে রাখা), ৩৫৪ (আক♒্রোশ প্রকাশ) এবং ৩৫৪4 (ডি) (স্টকিং) ধারায় মামলা করা হয়েছে।