আর মাধবন অভিনীত জনপ্রিয় ছবি 'শালা খড়ুস'-তে একজন মহিলা বক্সারের চরিত্রে দেখা গিয়েছিল মুমতাজ সরকার-কে। এবার পালা ক্রিকেটার হওয়া। এবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'শাবাশ মিঠু' ছবিতে দেখা যাবে মুমতাজকে।ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। ছবিতে ভারতীয় মহিলা ক্রিকেটের আরও এক কিংবদন্তি ঝুলন গোস্বামীর চরিত্রেই দেখা যাবে মুমতাজ-কে। সম্প্রতি, মুম্বই থেকে ছবির ডাবিং শেষ করে কলকাতায় ফিরেছেন মুমতাজ। এ প্রসঙ্গে , ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুমতাজ বলেন,'বলিউডে আরও একটি স্পোর্টস ড্রামার অংশ হতে পেরে ভালোই লাগছে। আর তার উপর ক্রিকেট কিংবদন্তি ঝুলন গোস্বামীর মতো একজন ব্যক্তিত্বের ভূমিকায় অভিনয় করছি, বুঝতেই পারছেন আমার ভালো লাগাটা। আমার কেরিয়ারে অন্যতম সেরা মুহূর্ত, এটুকু বলতে পারি।' তবে কথাপ্রসঙ্গে মুমতাজ জানান যে ছোট থেকেই স্পোর্টস নিয়ে দারুণ আগ্রহ তাঁর। বক্সিং, টেনিস, বাস্কেটবল তিনি একসময় চুটিয়ে খেলেছেন। তবে সেভাবে ক্রিকেটটা কখনওই তাঁকে টানেনি। তবে এই ছবির সঙ্গে জড়িয়ে ক্রিকেট নিয়েও আজকাল তাঁর দারুণ উৎসাহ। বেশ আগ্রহ নিয়েই ক্রিকেটের সব খোঁজ খবর রাখেন। মুমতাজের কথায়, ' ছবির জন্য নিজে ক্রিকেটের ট্রেনিং নিয়েছি। খেলেছি।' বক্তব্য শেষে আরও জানান তাঁর প্রিয় ক্রিকেটারদের নাম, 'সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং অবশ্যই ঝুলন গোস্বামী।' ছবিতে অসংখ্য অভিনেত্রীকে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড়দের ভূমিকায় দেখা যাবে।ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের মধ্যে সবচেয়ে রানের মালিক। একমাত্র মহিলা হিসাবে ওডিআইতে ৬০০০ রান পেরিয়েছেন মিতালি। সাধারণত মিতালি রাজের জীবনের নানান জানা-অজানা ঘটনা তুলে ধরা হবে ছবিতে।