রহস্য, রোমাঞ্চ আর যৌনতায় ভরপুর মার্ডার মুবারকের ট্রেলার এল সামনে। শিহরণ জাগালো সারা আলি খান, করিশ্মা কাপুর, টিসকা চোপড়া, বিজয় বর্মা, ডিম্পল কপাডিয়া অভিনীত এই নেটফ্লিক্স ছবির ট্রেলার। যার সেরা পাওনা এসিপি-র চরিত্রে পঙ্কজ ত্রিপাঠির উপস্থিতি। আরও পড়ুন-২০♏ বছরের দাম্পত্য, নীলাঞ্জনাকে কবে ডিভোর্স দিচ্ছেন? প্রশ্নের জবাবে যিশু যা বললেন
পরমের প্রাক্তন ও বর্তমান পরস্পরকে 🐻জড়িয়ে! অনুপম𒀰ের তৃতীয় বিয়ের মাঝে চর্চায় পিয়া
দিল্লির অভিজাত ক্লাবে একটা খুন, আর সন্দেহভাজনের তালিকায় ৭ জন। কে আসল খুনি? খুঁজে বার করার দায়িত্ব ভার্সেটাইল💜 অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির কাঁধে। এই ছবিতে খাকি উর্দিতে রয়েছেন পঙ্কজ, এসিপি ভবানী সিং-এর চরিত্রে দর্শক দেখবে তাঁকে।
শুরুতেই দেখা গেল রয়্যাল দিল্লি ক্লাবে চলছে উদযাপন। ব্রিটিশদের তৈরি এই ক্লাবের দ﷽িল্🐓লির হাই সোসাইটির মানুষজনের আনাগোনা। তাঁদের চলন-বলন সবেতেই রয়েছে ব্রিটিশদর ছাপ। এককথায়, ব্রিটিশরা চলে গিয়েছে কিন্তু নিজেদের বংশধরদের রেখে গিয়েছেন।
ক্লাবের মধ্যেই খুন লিও। সেই খুনের তদন্তে এসিপি ভবনী সিং। তাঁর সন্দেহের তালিকায় ক🐼্লাবের প্রত্যেক সদস্য। পার্টির ওই রাতে যারা যারা হাজির ছিলেন সকলকেই জিজ্ঞাসাবাদ করছেন তিনি। সেই তদন্ত করতে গিয়েই হাই-সোসাইটির অন্দরের অনেক রহস্য তাঁর সামনে বেরিয়ে আসছে। কিন্তু খুনি কে? পঙ্কজ ত্রিপাঠির কথায়, বেশিরভাগ সময়ই খুনি আমাদের চেনাশোনা কেউ হয়। খুব অর্ডিনারি কেউ, আমার-আপনার মতো।