নচিকেতা চক্রবর্তী মানেই স্পষ্ট কথা স্পষ্ট ভাবে। গত ত্রিশ বছরের কেরিয়ারে তাঁর গান, কথা, লিরিক্সে মজে থেকেছে তাঁর ভক্তকূল। অনেকের কাছেই প্রথম প্রেম মানেই তাঁর গান, আবার বয়সকালের চেতনা বলতেও তাঁর গান। সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় প্রতিবাদের সুর ধরা পড়ে তাঁর গানে। তবে এ হেন গায়ককে নিয়ে বিগত কয়েক বছর ধরেই📖 একটা মিথ্যে গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছে। নচিকেতা চক্রবর্তী নাকি ক্যানসার আক্রান্ত। তেমনই একটি কথা ছড়িয়ে পড়েছে লোকমুখে। এবার সেই বিষয়ে মেজাজ হারালেন গায়ক।
শোয়ের মাঝে মেজাজ হারালেন নচিকেতা
একটি অনুষ্ঠানে এদিন কথা বলতে গিয়ে মেজাজ হারিয়ে ফেললেন নচিকেতা। রেগে গিয়ে করলেন গালিগালাღজ। তীব্র ভাষায় প্রতিবাদ করলেন তাঁকে নিয়ে রটে যাওয়া মিথ্যে রটনার বিরুদ্ধে। নচিকেতা চক্ꦍরবর্তী নাকি ক্যানসার আক্রান্ত, সম্প্রতি এমনই গুজব রটে গিয়েছে। আর একজন গায়কের নামে এই গুজব যদি রটে যায় তার ফল কী হবে সেটা নিশ্চয় বলে দিতে হবে না? তাঁর কাজ পেতে অসুবিধা হয়, ভক্তদের লাগাতার এক প্রশ্নে বিরক্ত আসে। অনেকদিন সেসব সহ্য করলেও এবার তার প্রতিবাদ করলেন নচিকেতা।
আরও পড়ুন: দাবাংয়ের কো🐼রিওগ্রাফারের বিয়েতে হাজির সলমন, পুরনো সহকর্মীর বিশেষ দিনে কী করলেন ভাইজান?
আরও পড়ুন: কনসার্ট থামিয়ে 🐠ভক্তের সঙ্গে যুগলবন্দিতে মন অরিজিতের, নিমেষে ভাইরাল ﷽ভিডিয়ো
𝓀এদিন অনুষ্ঠানে কথা বলতে বলতে গায়ক বলেন, 'আমার লড়াইটা ৪০ বছরের। অনেকেই অনেক বার বলেছেন যে এই বুঝি নচিকেতার নৌকো ডুবে গেল, নচিকেতার ক্যানসার হয়ে গেল। অনেকেই ভাবেন আমি বুঝি আর শো করতে পারব না। কারা এসব বলে? কারাই বা এসব রটায়? যেখানেই যাই সেখানেই সবাই জিজ্ঞেস করে কী শরীর ভালো তো? গ্রিনরুমে বসে সেখানে এসেও লোকজন এক কথা জিজ্ঞেস করে। যেন নতুন কিছুই জ🎃ানার নেই তাঁদের।'
তিনি ক্ষোভ উগরে আরও বলেন, 'কোথায় জিজ্ঞেস করবে জিডিপি রেট কী๊ হবে, আগামী সরকার নিয়ে কথা বলবে তা নয় এক কথা সবসময়। এবার আমায় যদি কেউ জিজ্ঞেস করে শরীর ভালো কিনা আমি পাল্টা বলব শরীর ভালো তো তোর? দেখতে পারছে দাপিয়ে শো করছি। তবুও এরা বলে বলে আমার ক্যানসার করিয়ে দেবে এবার!'
প্রসঙ্গত গত ৩০ বছরের বেশি সময় ধরে নচিকেতা একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন। তাঁর সিঙ্গল, অ্যালবামের পাশাপাশি একাধিক ছবিতেও প্লেব্যাক করেছেন। তাঁর গানের সহজ অথচ স্পষ্ট লির🐻িক্স অনেকেরই পছন্দের।