সাধারণ মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা করা আছে যে ২১ জুলাই𝐆 যাঁরা অংশ নিতে আসেন তৃণমূল কংগ্রেসের এই ব্রিগেড সমাবেশে তাঁরা অধিকাংশই নাকি ডিম ভাতের লোভে আসেন এবং প্রতিবারই নাকি এই একই মেনু থাকে। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ নচিকেতা চক্রবর্তী।
কী বললেন নচিকেতা?
নচিকেতা চক্রবর্তী দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আসছেন। এই রাজনৈতিক দলের বিভিন্ন সমাবেশ, মিছিল, অনুষ্ঠান, মূলত এই ২১ জুলাইয়ের সমাবেশে তাঁকে উপস্🍸থিত থাকতে দেখা যায়ই যায়। সেই ২০০৯ থেকে এই বছর পর্যন্ত একবারও মিস করেননি তিনি শহি🎶দ দিবসের অনুষ্ঠান। আর তার ফলেই তিনি লক্ষ্য করেছেন দিন দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জড়ো হওয়া এই মানুষের ভিড় বাড়ছে। এবং এই দিন বৃষ্টি হবেই হবে! আর সেটা উপেক্ষা করেই মানুষ আসবে।
এদিন নচিকেতা চক্রবর্তীকে গানও গাইতে শোনা যায়। তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে গান তুমি আসবে বলেই এবং মোদীকে কটাক🎉্ষ করে হয়তো তোমারই জন্যর কথা পাল্টে গান। কিন্তু ২১ জুলাইয়ের এবারের সমাবেশ নিয়ে কী ধারণা তাঁর, সেটাই এদিন আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকার💟ে জানালেন।
নচিকেতার কথায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ২১ জুলাইয়ের মঞ্চে আসেন। গায়কের কথায়, 'আমার মনে হয় আমি এলে ওঁর ভালো লাগে। ওঁಌকে গান শোনাই। বাকিদেরও। একই সঙ্গে আমি দুটো জিনিস দেখতে আসি, ওই আকাশভাঙা বৃষ্টি এবং লোকের ভিড়। প্রথমটা না হলে যেন ২১ জুলাই অসম্পূর্ণ থেকে যায়।'
ডিম ভাত নিয়ে কী বললেন নচিকেতা?
বিরোধীদের অনেকেই দাবি করেন যে ডিম ভাতের লোভে অনেকে এই সমাবেশে আসেন। এই নিয়ে কম মিম তৈরি হয় না এদিন। কিন্তু ব্যাপারটা কি সত্যিই? এই প্রসঙ্গে নচিকেতা জানিয়েছেন🤪, ' আমি ডিম খেতে ভীষণ ভালোবাসি। লোকের থেকে কেড🐻়ে খাই। যদি এটা সত্যিই হতো আমিই সবার আগে পাত পেড়ে খেতাম।'