বলিউডে ডেবিউ করলেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশি চক্রবর্তী। রাজকুমার সন্তোষীর ছবি ব্যাড বয়ের মাধ্যমে তিনি বলিউডে পা রাখলেন। অভিনেতা সদ্যই তাঁর দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন রাজকুমার নাকি তাঁকে চিনতেনই না, তাঁর বিষয়ে জানতেন না।এই ছবির আগে নমশির বিষয়ে কোনও কিছুই জানতেন না রাজকুমার, এমনটাই জানালেন মিঠুন পুত্র। গত শুক্রবার, ২৮ এপ্রিল তাঁর প্রথম ছবি ব্যাড বয় মুক্তি পেল প্রেক্ষাগৃহে।ব্যাড বয় ছবিতে নমশির সঙ্গে আমরিন কুরেশিকে দেখা গিয়েছে। এটা তাঁরও প্রথম ছবি। তিনি সাজিদ কুরেশির কন্যা। এই ছবিতে তাঁদের সঙ্গে রাজপাল যাদব, জনি লিভারকে দেখা যাচ্ছে। পন্নিয়িন সেলভান ২ ছবির সঙ্গে একইদিনে মুক্তি পাওয়ায় এই ছবি বক্স অফিসে ভয়ানক খারাপ পারফর্ম করেছে।এই ছবির প্রমোশনে নমশি জানান তিনি তাঁর পরিচিতি কারও সামনে আনেননি। রাজকুমার নিজেই তাঁর সঙ্গে মিঠুনের মিল খুঁজে পান। তিনি নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'আমি কাউকে বলিনি যে আমি মিঠুন চক্রবর্তীর ছেলে। এমনকি কাস্টিং ডিরেক্টরদেরও না। আমি নিজের যোগ্যতায় ব্যাড বয়ে কাজ পেয়েছি। রাজকুমারজি জানতেন না আমার ব্যাপার। যখন সাজিদ ভাই ওঁকে আমার ছবি দেখান তখন তিনি বলেন এই ছেলেটাকে দেখে মিঠুনের যুবক অবস্থার কথা মনে পড়ছে। তখনই সাজিদ ভাই ওঁকে বলেন যে আমি মিঠুন চক্রবর্তীরই ছেলে।'তিনি আরও বলেন, 'রাজকুমারজি আর আমার বাবা সহকর্মী ছিলেন। তবুও তিনি জানতেন না বাবার আরও সন্তান আছে। আমরা ভীষণ নম্র পরিবারের। আমি কখনও কাউকে জিজ্ঞেস করিনি কেন তাঁরা আমায় চেনেন না। আমি সবসময় জানতাম আমি আমার যোগ্যতায় কিছু একটা অর্জন করব।'যোগিতা বালি এবং মিঠুনের ছোট ছেলে হলেন নমশি। তাঁর দুই দাদা আছেন মিমো এবং উষ্মে চক্রবর্তী। তাঁরাও বিনোদন জগতে পা রেখেছিলেন কিন্তু কেউই সেভাবে নজর কাড়তে পারেননি। তাঁদের মাও ৭০-৮০ দশকে বহু ছবিতে কাজ করেছেন।মিঠুনকে শেষবার দ্য কাশ্মীর ফাইলস ছবিতে দেখা গিয়েছে হিন্দির মধ্যে। আর বাংলায় তাঁর প্রজাপতি ছবিটি বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করেছে।