ডালহৌসিতে অফিসপাড়ায় ভাতের হোটেল চালানো নন্দিনী দিদিকে কে না চেনেন! সোশ্যাল মিডিয়ার দৌলতে 'নন্দিনী দিদি' হয়েছেন 'ভাইরাল দিদি'। নেট দুনিয়ার সেনসেশন তিনি, সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ প্রভা꧙বশালীও বটে। একটা নয়, বর্তমানে দু-দুটো পাইস হোটেল চালান নন্দিনী দিদি। তবে আবার বিভিন্ন সময় নন্দিনী দিদি-র ভাতের হোটেলের খাবারের দাম নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে সম♏্প্রতি খাবারের দাম নিয়েই নন্দিনী দিদির সাফ কথা, ‘আমি ব্যবসায়ী, চিটিংবাজ নই।’
Trends In Bengal- নামে এক ফেসবুকের পাতায় উঠে এসেছে নন্দিনী গঙ্গোপাধ্যায়ের বক্তব্য। যেখানে তাঁকে তাঁর নিজের হোটেলে বসেই খেতে খেতে বলতে শোনা যচ্ছে। ‘চিটিংবাজ আর ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে। আমি ব্যবসায়ী, চিটিংবাজ নই।' এরপরই নিজের পাইস হোটেলের ভাতের থালি দেখিয়ে নন্দিনী♚ বলেন, 'এই থালিটার মধ্যে করলাভাজা, ঝুরি আলুভাজা, বেগুনি, আলুভাজা বা আলু সিদ্ধ, পাঁপড়, চাটনি। কটা আইটেম হল? ১-২-৩-৪, এই ৪টে আইটেম সরিয়ে নিলে দাম হয়ে যাবে ৩০ টাকা। এতগুল꧅ো আইটেমে ৫০টাকা দাম হবে না?’ এমন কথার পর ফের নিজের খাবারে মন দিতে দেখা যায় নন্দিনীদিদিকে।
তবে এর আগেও নন্দিনীদিদির হোটেলে খাবারের দাম নিয়ে প্রশ্ন উঠেছে। কখনও কখনও এধরনের প্রশ্নে চটে যেতেও দেখা গিয়েছে নন্দিনীকে। আবার কখনও রাগ সামলে নিয়ে কথা বলছেন। কখনও আবার তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমার ব্যবসা আমি করব… আমি কাউকে গিয়ে জিগ্গেস করছি এত 😼কম দামে কেন বিক্রি করছে। যার খাওয়ার সে খাবে, যে পারবে না সে খাবে ন𝕴া।’
ভাইরাল নন্দিনী দিদির ডালহৌসির দোকান রবিবার বন্ধ থাকলেও নিউ টাউনের হোটলে সপ্তাহে সাত দিন খোলা আছে। সক🐭াল ১💙০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
প্রসঙ্গত, সম্প্রতি RG-কর কাণ্ডের𓃲 পর ভাইরাল নন্দিনীদিদি-কে অন্যান্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবারদের সঙ্গে পথে নেমে মিছিল করতে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। গত ২২ অগস্ট, বৃহস্পতিবার পাটুলীতে সন্ধ্যেয় প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁকেও অন্যান্যদের সঙ্গে মিলিয়ে ‘We Want Justice’ স্লোগান দিতে🐬 দেখা গিয়েছিল।