তিনি অমিতাভ-জয়ার আদরের নাতনি নভ্যা। তবে অভিনয় পরিবারে জন্ম হলেও এই গ্ল্যামার দুনিয়া থেকে বহু দূরে বিজনেসের দুনিয়াতেও নিজের জগত তৈরি করতে চাইছেন নভ্যা নভেলি নন্দা। কারণ, শুধু বচ্চন নয়, নন্দা বাড়ির ব্যবসায়ীক রক্তও যে রয়েছে তাঁর মধ্যে। সম্প্রতি তিনি IIM আহমেদাবাদে ভর্তি হয়েছেন MBA করার জন্য। আর এবার নিজেই নি🐽জের এই পড়াশোনা নিয়ে মুখ খুলেছেন নভ্যা।
কীভাবে পড়াশোনা সামাল দিচ্ছেন নভ্যা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে বছর ২৬-এর নভ্যা বলেন, ‘আমি বাড়িতেই থাকি, আর সবসময় শেখার চেষ্টা করি। কারণ, আমি মনে করি শেখার কোনও বয়স নেই। আমি শনিবারের রাতগুলিতে পার্টি করার বদলে ৬-১০ পর্যন্ত অনলাইন ক্লাস করি। আমি একজন সক্রিয় ছাত্রী যে কিনা সামনের সারিতে বসে আলোচনায় অংশ নেওয়𝄹ার চেষ্টা করে।’ নভ্যা জানান, তাঁর ক্লাসে বিভিন্ন ধরনের সহপাঠী রয়েছেন, যাঁরা বিভিন্ন পরিবার থেকে এসেছেন। তাঁরাও তাঁকে ব্যক্তিগতভাবে ও পেশাগতভাবে বেড়ে উঠতে সাহায্য করছেন। নভ্যার কথায়, IIM আহমেদাবাদে অনেক দেশের অন্যতম সেরা অধ্যাপকরা রয়েছেন। তাঁদের থেকেও শেখার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। তাঁদের থেকে পাওয়া অভিজ্ঞতা তাঁকে একজন ভালো উদ্যোগপতি হয়ে উঠতেও সাহায্য করবে বলে জানান নভ্যা।
এদিকে IIM আহমেদাবাদে ভর্তির কꦇথা জানানোর পরপর🎃ই সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলের মুখে পড়তে হয় নভ্যা নভেলি নন্দাকে। এদিন সেবিষয়েও মুখ খুলেছেন নভ্য নভেলি নন্দা।
নভ্যার সাফ কথা, ‘আমি মনে করি যে আমার এবং আমার কাজ সম্পর্কে লোকেরা ক🐎ী বলছে সেটা জানাও গুরুত্বপূর্ণ। এটা শুধু আমাকে একজন ভালো মানুষ করে তুলবে না, , একজন ভালো উদ্যোক্তা, একজন আরও ভালো ভারতীয় নাগরিক করে তুলবে। আমি মনে করি, লোকজন যদি 🔴সঠিকভাবে সমালোচনা করে তাতে আমি বিরক্ত হই না।’
নভ্যার কথায়, আমি যে পরিবারে জন্ম নিয়েছিܫ, তাতে হয় ভারতবর্ষে𝐆র অনেক মানুষের থেকে আমি অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছি। তাই লোকজন এটা নিয়ে কথা বলবেই, এতে আমি কিছু মনে করি না। আর আমি অনেক খোলা মনের মানুষ হতে চাই। আমাকে নিয়ে লোকজনের প্রতিক্রিয়াকে ইতিবাচক হিসাবেই কাজে লাগাতে চাই। তাই ট্রোলিং নিয়ে বিশেষ ভাবি না।'