'অবসাদ' শব্দটিই 𓃲শহরে, গ্রামেগঞ্জে এটার কোনও অস্তিত্ব নেই। এমনটাই মনে করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁর মতে, অবসাদ বিষয়টাই ‘বড়লোকদের বিলাসিতা’। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'মানসিক অবসাদ' -এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখ খুলেছেন নওয়াজ।
অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির জন্ম উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার বুধানা গ্রামে। পরবর্তীসময়ে কর্মসূত্রে তিনি মুম্বইয়ে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘গ্রামে আমি যদি আমার বাবা𝕴কে বলতাম, যে অবসাদে ভুগছি, তাহলে কষিয়ে চড় মারত। গ্রামে সকলে খুশিই থাকেন। শহরে আসার পর উদ্বেগ, অবসাদ, বাইপোলার, এই শব্দগুলো শিখেছি।’ নওয়াজ বলেন, ‘আমার মনে হয়, এই ধারণাগুলিই ভীষণ শহুরে, শহরেไর লোকজন তাঁদের আবেগকে মহিমান্বিত করে।’
নওয়াজের কথায়, ‘খেটে খাওয়া, পিছিয়ে পড়া মানুষদের জন্য অবসাদের মতো শব্দগুলো কোনও অর্থই রাখে না। তাঁরা জীবনে নিত্যদিনের লড়াইয়ে ব্যস্ত। যতক্ষণ না জীবনে টাকাপয়সা আসে, তাঁদের এধরনের রোগ হয় না। ফুটপাতে যাঁরা ঘুমোন, তাঁদের প্রশ্ন ক🧸রে দেখুন ডিপ্রেশন কী? ওরা বলতে পারবে না। বিষয়টা এক্কেবারেই বড়লোকেদের বিলাসিতা।’
আরও পড়ুন-ক্যাটরিনাকে ভা🦂লোবাসেন! ভিকির মু𒊎খে এমন কথা শুনে আবেগতাড়িত অনুরাগী যা করলেন…