আরজি কর ঘটনার পর কেটে গিয়েছে ৯০ দিন। বিচার প্রক্রিয়া চললেও ন্যায় বিচার এখনও পায়নি নির্যাতিতা। তাই নিজেদের মতো করে এখনও প্রতিবাদ চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা এই ৯০ দিনের লড়াইয়ের বিভিন্ন সময়ের ছবি ꦡদিয়ে একটি গ্যালারি তৈরি করেছেন। সেখানে রয়েছে বেশ কিছু হাতে আঁকা ছবিও। আর তেমনি একটি আঁকা নিয়ে উসকে গিয়েছে বিতর্ক।
আরও পড়ুন: চ্যানেলের সঙ্গে ফেডারেশনের সংঘাতের জের! একসঙ্গে বন্ধ ৩ নতুন ধারাব🔯াহিকের শ্যুটিং, কী নিয🔯়ে সমস্যা?
কী ঘটেছে?
এদিন এক ব্যক্তি আরজি করের ঘটনার প্রতিবাদে যে গ্যালারি করা হয়েছে তার একটি অংশের ছবি পোস্ট করে একটি নির্দিষ্ট হাতে আঁকা ছবিকে মার্ক করে দেন। আর তাতে দে🅺খা যাচ্ছে পুরুষাঙ্গ। আর সেই পুরুষাঙ্গের মধ্যে রয়েছে সাপ। এই ছবিটিকে সেই ব্যক্তি আপত্তিকর বলে জানিয়েছেন। বিচার এবং প্রতিবাদের নামে এটা তিনি কিছুতেই মানতে পারছেন না বলে জানান। লেখেন, 'আপনার শিরদাঁড়া থাকতেই পারে কিন্তু এই আঁতলামি বুদ্ধি এবং সৌন্দর্যবিহীন। হ্যাঁ, এটা শিল্প। আর শিল্পের সমস্ত স্বাধীনতা আছে। কিন্তু নিজের স্বাধীনতার নামে এমন কিছু কী করে সেখানে দিতে পারে?'
সেই ব্যক্তি এই ছবিটি পোস্ট করার পর অনে♈কের বিরোধিতা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'যে যার রুচি মতোই তো কাজ করবে।' আরেকজন লেখেন, 'CISF ওখানে কী করছে? এভাবে কেন নোংরামি চালানো হচ্ছে?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এই প্রতিবাদের নামে নাটক কবে বন্ধ হবে?'
প্রসঙ্গত গত ৯ অগস্🐷ট শহরের ♋বুকে ঘটে যায় এক ন্যক্কারজনক ঘটনা। আরজি করের এক কর্মরত চিকিৎসকের অর্ধ নগ্ন দেহ উদ্ধার হয় হাসপাতাল থেকেই। জানা যায় তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা শহর। আন্দোলনের আঁচ লাগে গোটা দেশে। বিদেশের বিভিন্ন জায়গাতেও চলে প্রতিবাদ। বর্তমানে কেসটি বিচারাধীন।
আরও পড়ুন: প্রিয়জন হারানোর ব্যথায়💎 কাতর শ্রীলেখা, কার জন্য লিখলেন, 'মনে হয় এই তো পাশেই ছিল...'