২০০০ এর প꧟্রায় শুরুর দিক থেকেই🍰 জিৎ বনাম দেব চলেই আসছে। দুই অভিনেতার মধ্যে কোনও বিবাদের বদলে, সুসম্পর্ক থাকলেও তাঁদের অনুরাগীদের মধ্যে মাঝে মধ্যেই 'রে রে' লাগে! এদিনও তার অন্যথা হল না। তাও পান মশলার বিজ্ঞাপন নিয়ে।
আরও পড়ুন : শাহরুখের কাছে ক্ষমা প্রার্থনা সালারের প্রযোজকের! কেন💜 বললেন, 'ব্যাপারটা একদম কারও জন্যই ভালো নয়...'
কী ঘটেছে?
এদিন একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের ফ্র🧜ন্ট পেজেই একটি পান মশলার বিজ্ঞাপন ছাপা হয়। আর সেখানেই বিজ্ঞাপনের মুখ হিসেবে দেখা যাচ্ছে জিৎকে। সেই খবরের কাগজের ছবি তুলে এদিন এক দেব ভক্ত এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। একই সঙ্গে ক্যাপশনে তুলনা টানেন দেবের সঙ্গে। লেখেন, 'আমি গর্বিত আমার পছন্দের সুপারস্টার দেব ꦰকোনও দিন গুটখার বিজ্ঞাপনে অংশগ্রহণ করেনি। জয় বাংলা।'
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'মানুষের কেরিয়ার যখন পড়তির দিকে থাকে তখন এসবই করে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'শুনেছিলাম পশ্চিমবঙ্গে নাকি পান মশলা, গুটখা ব্যান ক🍨রা হয়েছে? নিউজ পেপারে বিজ্ঞাপনটা ব্যান করা হয়নি?' তৃতীয় ব্যক্তি দেবকে কটাক্ষ করে লেখেন, 'হ্যাঁ, উনি পান মশলার বিজ্ঞাপনে থাকেন না। উনি গরু চুরি 🦩আর দুর্নীতিতে থাকেন।'
দেব এবং জিতের কাজ
দেবকে শেষবার টেক্কা ছꦕবিতে দেখা গিয়েছে। পুজোর সময় ৮ অক্টোবর মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। মুখ্য ভূমিকায় দেবের সঙ্গে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী🃏 মৈত্র, প্রমুখ। অন্যদিকে জিৎকে শেষবার বুমেরাং ছবিতে দেখা গিয়েছে, তাও দ্বৈত চরিত্রে। সেখানেও তাঁর সঙ্গে রুক্মিণী মৈত্রকে দেখা গিয়েছিল। বক্স অফিসে উক্ত দুটো ছবিই বেশ ভালো ব্যবসা করেছে।
আরও পড়ুন : সিক্যুয়েলে দ্বিগুণ হবে ভাগম ভাগের মজা! গোবিন্দা - পরেশ রাওয়ালের সঙ্গে কমেডির ডোজ বাড়াতে থাকবেন অক💦্ষয়ও?