♕ নতুন থ্রিলার নিয়ে আসছেন পরিচালক স্বর্ণ শিখর। অভিনয় করছেন অভিনেতা রাজেশ শর্মা, সুদীপ্তা চক্রবর্তী ও অভিনেতা তেজ। নতুন ছবির নাম ‘তেঁতো’। এই প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা তেজ ও অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ছবির শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গের অপরূপ পরিবেশে।
নতুন ছবি ‘তেঁতো’
𓂃পাহাড়ের কোলে, একটি রহস্যের গল্প বুনেছেন পরিচালক স্বর্ণ শিখর। শুধু রহস্য নয়, ছবির পরতে পরতে রয়েছে বিশেষ চমক। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবেশ রায়চৌধুরী, অঙ্কুশ্রী মাইতি, অরুন্ধতী চক্রবর্তী, অরুনাভ দত্ত, অয়ন মুখোপাধ্য়ায় প্রমুখ। ছবিতে রাজেশ শর্মার চরিত্রের নাম কুণাল। অন্যদিকে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে দেখা যাবে মিমি ও অভিনেতা তেজকে দেখা যাবে জ্যোতির চরিত্রে।
আরও পড়ুন: ♔সত্যজিৎ রায়ের কাহিনি অবলম্বনে মঞ্চে আসছে ‘ভূতো’, কবে কোথায় মঞ্চস্থ হবে
‘তেঁতো’র কাহিনি-বিন্যাস
🔴ছবির গল্প এগিয়েছে, চুপচাপ ও শান্ত স্বভাবের একটি চরিত্র জ্যোতির্ময়। সে তার বাবার মৃত্যুর পরে, এক নির্জন পাহাড়ি গ্রামে থাকে। সঙ্গে থাকে দিদি ও কাকা। কিন্তু তার জীবনের রয়েছে এক তীব্র মানসিক সমস্যা থেকে মোকাবিলা করার লড়াই। জ্যোর্তিময়ের জীবনে একটি বিশেষ ভূমিকা পালন করে মিমি।
আরও পড়ুন: 💃পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের সুযোগ দেওয়া উচিত, ‘ওরা প্রতিভাবান’, বললেন মুমতাজ
ছবির চরিত্ররা
♌ছবিতে পুরোপুরি ভিন্ন রকমের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। জ্যোতির্ময় এর জীবনের এক বিশেষ ভূমিকা পালন করে মিমি। অভিনেতা রাজেশ শর্মাকে দেখা যাবে ছবিতে এক ভিন্ন লুকে। জীবনের টানাপোড়েনে কোনদিকে যাবে ছবির মোড়! এই সব কিছু নিয়ে ছবি ‘তেঁতো’।
আরও পড়ুন: 🌳প্রথমবার হিন্দিতে রেডিও সম্প্রচার শুরু কুয়েতে, প্রশংসা করলেন ভারতীয় দূতাবাস যোগাযোগ মন্ত্রক
কী বলছেন চরিত্ররা
⛄ছবি প্রসঙ্গে সুদীপ্তা বলছেন, ‘এই ছবিতে অনেক মানুষ নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। বাস্তবে এমন ঘটনা অনেক ঘটে চলেছে, সেগুলো ফুটে উঠেছে এই ছবিতে।’ অভিনেতা রাজেশ শর্মা বলছেন, ‘পরিচালক স্বর্ণ শিখর এর সাথে কাজের দারুন অভিজ্ঞতা। ছবির গল্পের মধ্যে অনেক টুইস্ট আছে। খুন, প্রেম, জীবনের নানা গল্প ফুটে উঠবে এই ছবিতে।’
𝄹এই সিনেমার হাত ধরেই বড় পর্দায় পা রাখছেন তেজ। নবাগত অভিনেতা তেজ জানান, ‘অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতা। আমার চরিত্রে অনেকগুলো ধাপ রয়েছে। একজন ছেলের জীবনে কত কিছু সম্মুখীন হতে হয়, তার প্রতিচ্ছবি এই সিনেমা। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে’।
🐬গোটা ছবিটির শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে। ৩রা মে মুক্তি পাবে এই ছবি।