সত্যজিৎ রায়ের গল্প নিয়ে বড়পর্দায় ছবি তৈরি করছেন পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়। গল্পের নাম ‘মাস্টার অংশুমান’। এর আগে ফেলুদার ৫০ বছর নিয়ে তথ্যচিত্র বানিয়েছিলেন তিনি। পরিচালক জাতীꦑয় এবং আন্তর্জাতিক স্তরে বেশ কিছু পুরস্কারও জে𒆙তেন।
পরিচালক সাগ্নিকের কথায়, ‘মাস্টার অংশুমান’ তাঁর খুব প্রিয় গল্প। অনেক দি⛦ন ধরেই তিনি ভেবেছিলেন ফিচার ছবি বানানোর কথা। শেষপর্যন্ত সন্দীপ রায়ের অনুমতি নিয়ে এই ছবি বানানোর ♈উদ্যোগ নেন। এবার তথ্যচিত্র নয়, ফিচার ছবি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জানা গিয়েছে, ছবির শ্যুটিং হবে দার্জিলিংয়ে। মূল গল্পে ‘মাস্টার অংশুমান’-এর কার্যকলাপ বেশিরভাগটাই উদয়পুর আর আজমেরে। তবে ছবির বাজেটের কথা মাথায় রেখে দার্জিলিংয়ে শ্যুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মার্চ মাসে দার্জিলিংয়ে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। কলকাতায়ও কিছু অংশ𓆏ের শ্যুটিং হবে।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন স্যমন্💫তকদ্যুতি মিত্র। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, ﷺসৌম্য মুখোপাধ্যায়, কানওয়ালজিৎ সিং, প্রিয়াঙ্কা ত্রিবেদী প্রমুখ। মূল গল্প থেকে সিনেমার পটভূমিতে বিন্যাস করেছেন সাগ্নিক চট্টোপাধ্যায় এবং শ্রীপর্ণা মিত্র। ছবির সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ রায়।