লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী, সন্ধ্যা মুখোপাধ্যায়, ভূপিন্দর সিং... এ বার নির্মলা ম𝓀িশ্র। যেন একের পর এ🐓ক অভিভাবক হারাচ্ছে সংগীতজগৎ। কিন্তু শিল্পীদের কি আদৌ মৃত্যু হয়?
নির্মলা চলে গিয়েছেন ঠিকই। রেখে গিয়েছেন অগুনতি স্মৃতি। তাঁর মৃত্যু যেন মানতে পারছেন না গায়িকা ইমন চক্রবর্তী। কিংবদন্তি সংগীতশিল্পীর গাওয়া 'তোমার আকাশ দু'টি চোখে'-র কথা মনে পড়েছে তাঁর। ফেসবুকে ইমন ✤লেখেন, 'এই কণ্ঠের কোনও মৃত্যু নেই।'
শিল্পীর প্রয়াণে মনে মেঘ জমেছে ক্যাকটাস-খ্যাত সিধুর। নির্মলার 'ও তোতা পাখি রে'-র দু'টি প𝐆ংক্তির সাহায্যে আবেগের ঝাঁপি উপুড় করলেন শিল্পী। লিখলেন, ' ঘুমিয়ে ছিলাম মায়ের কোলে, কখন যে মা গেলো চলে/সবাই বলে ঐ আকাশে, লুকিয়ে আছে খুঁজে নাও'
গায়ক শিলাজিৎ মজুমদার লিখেছেন, 'খুব কম মিশলেও মনে হয়েছিলো,মানুষটার মধ্যে শিল্পীদের মত খ্যাপামি আছে, যখনই দেখা হয়েছে মনে হয়নি মানুষটা দূরের। আশীর্বাদ করেছেন দেখা হলেই⛎। প্রণাম।'
দীর্ঘ দিন ধরে অসুস্থ নির্মলা। ২০১৫ সালে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়🥃। তার পর থেকেই শরীরের এক পাশে পক্ষাঘা💝ত। মনোময় ভট্টাচার্য ফেসবুকে লেখেন, 'নির্মলা মিশ্র কষ্ট থেকে মুক্তি পেলেন।'
মন ভালো নেই সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়েরও। শোকপ্রকাশ করে ♉বাচিক শিল্পী তথা অভিনেতা লেখেন, 'নির্মলা মিশ্র স্তব্ধ হলেন। 🌞তোতা পাখির এবার মায়ের সঙ্গে দেখা হবে।'
শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন নির্মলা। ꦏরাত ১২টা ৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িত🦋েই মৃত্যু হয় বর্ষীয়ান শিল্পীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।