প্রয়াত হলেন বিখ্যাত মরাঠি চিত্র পরিচালক সুমিত্রা ভাবে।বয়স হয়েছিল ৭৮। সোমবার সকালে পুণের এক বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।পারিবারিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক। কিছুদিন আগে তাঁকে ভর্তিও করা হয় এক বেসরকারি হাসপাতালে।এদিন সকালে সেখানেই মৃত্যু হয়ে তাঁর। প্রয়াত পরিচালকের ফুসফুসে সমস্যা থাকলেও করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল তাঁর।সুমিত্রা ভাবের অন্যতম সহযোগী সুনীল সুখথাঙ্ꦿকর জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসে অভিনেতা মোহন আগাসে-কে নিয়ে 'দ্য হ্যাপি লাইভস অফ ওল্ড পিপল' নামের একটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। সেই কাজ চলাকালীনই ফুসফুসের সমস্যা দেখা যায় সুমিত্রা দেবীর।
বলা হয় একা হাতে মরাঠি ছবিকে এক ধাক্কায় অনেক উঁচুতে নিয়ে গেছিলেন সুমিত্রা দাভে। ছবি সমালোচকদের কথায় মারাঠি ছবির প্রতি দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিলেন তিনি। ছবি পরিচালনার পাশাপাশি সমাজকর্মীও ছিলেন তিনি।তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মারাঠি ফিল্ম জগৎ। শোকপ্রকাশ করেছেন একাধিক মরাঠি ছবির তারকা।দাহাভি ফা, দেভরাই, বাস্তুপুরুষ, আস্তু-র এর মতো বহুল প্রশংসিত মরাঠি ছবির পরিচালকের আসনে দেখা গেছে তাঁকে। তাঁর পরিচালিত ছবি 'কাসাভ' জিতে নꦿিয়েছিল জাতীয় পুরস্কারও।