এবার রীতিমত চমকে দেওয়া ফলাফল দেখা গেল লোকসভা নির্বাচনে। এক্সিট পোলের সঙ্গে বিন্দুমাত্র মেলেনি ফলাফল। উল্টে দেশে সার্বিকভাবে🔯 ৩০০ টপকাতে পারল না এনডিএ জোট, আবার মোটের উপর ভালো ফল করে ২৩০ টির বেশি আসন পেল ইন্ডিয়া জোট। রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্য🔴ায়ের তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। সেটা নিয়ে কী লিখলেন প্রাক্তন এমপি নুসরত জাহান?
আরও পড়ুন: ভোটে⛦র ফলাফল আগেই ভাইরাল শিলাজিতের ভিডিয়ো, দেবের প্রশংসায় বলেছিলেন, 'এরম রাজনীতিক আরও প্রয়োজন...'
তৃণমূল কংগ্রেসকে নিয়ে নুসরত জাহানের পোস্ট
গতবার বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন নুসরত জাহান। জয়ীও হয়েছিলেন। তবে এবার ভোটের ঠিক আগে আগেই সন্দেশখালি উত্তপ্ত হওয়ায় হোক বা অন্য অভ্যন্তরীণ কারণে দল টিকিট দেয়নি নুসরত জাহানকে। অনেকেই তারপর ভেবℱেছিলেন যে অভিনেত্রী হয়তো দল বদলাবেন। কিন্তু না তেমন কিছুই ঘটল না। উল্টে তিনি এদিন তৃণমূলের জয়ে বেশ খুশিই হয়েছেন।
রাজ্যের ২৯ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, অভিষেক তো রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন। এরপর, এদিন মানে বুধবার মমতা বন্দ🅷্যোপাধ্যায় এবং ܫঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সের একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানান নুসরত জাহান। দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি।
নুসরতও এদিন তাঁর পোস্টে লেখেন, 'দিদির জয়! বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তাঁদের বিশ্বাস রাখল এবং সেটা আরও বাড়াল। তৃণমূল কংগ্রেস🍰ের সমস্ত বিজয়ী এমপিদের অনেক শুভেচ্ছা। জয় বাংলা।'
নুসরত জাহানের কাজ
নুসরত জাহানকে শেষ🦩বার সেন্টিমেন্টাল ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন যশ দা📖শগুপ্ত। এটা তাঁদের প্রযোজিত প্রথম ছবি ছিল।