চলতি বছরেই সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে করে চমকে দিয়েছিলেন স⭕্বরা। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের পর ঘটা করে হয়েছিল নানান অনুষ্ঠান। এখন স্বরা বলছেন, তাঁরꦜ নাকি সতীন আছে! অভিনেত্রীর কথায় হতবাক অনেকেই।
ইসলাম ধর্মে একাধিক বিয়ে করা কোনও নতুন ♋ঘটনা নয়। তবে স্বরা ভাস্করের স্বামী সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি যুব সভাপতি ফাহাদ আহমেদের আরেক স𒁏্ত্রী থাকার খবরে অনেকেই তাজ্জাব বনে গিয়েছেন। কিন্তু কে এই স্বরার সতীন?
তাহলে বিষয়টা একটু খোলসা করেই বলা যাক। আসলে স্বরার এই সতীনটি হলেন স্বামী ফাহাদের প্রিয় বন্ধু আরিশ কামার। তাঁকেই স্বরা তাঁর সতীন বলে দাবি করেছেন। স্বরার কথায় আরিশই নাকি স্বাম🌸ী ফাহাদের আসল স্ত্রী। আরিশের জন্মদিনে তাঁর উদ্দেশ্যেই এই বিশেষ পোস্ট করেছেন স্বরা ভাস্কার। অভিনেত্রী লিখেছেন, 'আমাদের বন্ধু, কমরেড এবং ফাহাদের আসল🧸 পত্নী আরিশ কামারকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই। সবসময় আমাদের পাশে থাকার জন্য আমাদের কাগজপত্র আদালতে যথাসময়ে জমা দেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সাক্ষী এবং সর্বকালের সেরা 'সতীন' হওয়ার জন্য!' সঙ্গে আরিশ কামারের সঙ্গে ফাহাদের বেশকিছু ছবি শেয়ার করেছেন স্বরা। যেখানে তাঁকে বিয়ের অনুষ্ঠান থেকে হলি পার্চি, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের অনুষ্ঠানের সময় স্বরা ও ফাহাদের পাশে পাশে থাকতে দেখা যাচ্ছে।
আরওꦆ পড়ুন-Exclusive Transgender Singer Anwesha: রূপান্তরকামী প্রতিযোগী হওয়ার কারণেই এত্ত আলোচনা♔? কী মত 'সুপার সিঙ্গার' অন্বেষার