‘ওপেনহাইমার’ ও 'বার্বি' বক্স অফিসে টক্করে নেম🐻েছে এই দুই হলিউডের ছবি। ২১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই দুটি ছবি। দুটি ছবিতেই রয়েছে দারুণ সব অভিনেতা। বিষয়বস্তুর নিরিখে ‘বার্বি’কে PG-১৩ রেটিং দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড, যার অর্থ এটি ১৩ বছর বা তার বেশি বয়সের কিশোর-কিশোরীদের জন্য উপযুক্ত। Oppenheimer-কে ভারতে U/A রেট দেওয়া হয়েছে, অর্থাৎ এটিতে মাঝারি মাপে𝐆র প্রাপ্তবয়স্কদের জন্য থিম রয়েছে। বলা হয়েছে এই সিনেমা ১২ বছরের কম বয়সী শিশুরা বাবা-মায়ের নির্দেশনা নিয়ে দেখতে পারে৷ এদিকে এসবের মাঝেই শিরোনামে উঠে এসেছে ‘ওপেনহাইমার’ ছবির যৌনদৃশ্য। যেখানে ফ্লোরেন্স পিউ এবং কিলিয়ান মার্ফিকে যৌন দৃশ্যে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়াতেও রবার্ট ওপেনহাইমার এবং তাঁর প্রেমিকা জিন ট্যাটলকের (ফ্লোরেন্স পিউ ও কিলিয়ান মার্ফি সঙ্গমরত দৃশ্য নিয়ে আলোচনা চলেছে। ভারতীয় দর্শকদের অনেকেই এই দৃশ্যটি ছবি থেকে সরানোর দাবি তুলেছেন। আবার অনেকেই ওই দৃশ্যে ফ্লোরেন্সের পরা 'কালো পোশ𝓀াক' নিয়ে আলোচনা করেছেন। এই নিয়ে টুইটারে উঠে এসেছে 𝔍নানান মন্তব্য।
আরও পড়ুন-'মায়ের সামনে আমার উপর চিৎকার করেন অক্ষয় স্যার, অপমানিত বোধ ক💮রেছিলাম', বললেন মণীশ পল
কিছু নেটনাগরিকদের দাবি, ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখেই ওই যৌন দৃশ্যটি এডিট করা হয়েছে। যৌনদৃশ্যের একটা মুহূর্তে ফ্লোরেন্স পিউকে কালো কাপড়ে শরীর ঢাকতে দেখা গিয়েছে। নেটনাগরিকদের একাংশের দাবি, ভারতে বিতর্ক এড়াতে নির্মাতারা কাপড় দ🧸ি🧜য়ে ফ্লোরেন্সের শরীর ঢেকেছেন। কারোর দাবি, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এর নির্দেশে ভারতীয় দর্শকদের জন্য দৃশ্যটি পরিবর্তন করা হয়েছে।
এই প্রসঙ্গে একজন নেটনাগরিক লিখেছেন, ‘শরীর যদি ঢাকতেই হবে, তাহলে এটি ভারতে কেন?’ কারোর কথায়, ‘যৌন দৃশ্যে ফ্লোরেন্সকে যে কালো পোশাক পরানো হয়েছে, খুব সম্ভত ওটা কম্পিউটারের সাহায্যে বানানো।’ এই টুইটের প্রতিক্রিয়ায়, একজন টুইটার ব্যবহারকারী প্রশ্ন করেন, ‘ওপেনহাইমারের আসল দৃশ্যে তাহলে ওই কালো পোশাকটি নেই?’ জবাব এসেছে, ‘না।’ আরও এক ব্যক্তি নিশ্চিতভাবಞে জানিয়েছেন, সেন্সারের আগে 'ওপেনহ꧂াইমার'-ওই যৌনদৃশ্যে ফ্লোরেন্স আসলে নগ্ন ছিলেন।