ওজন কমাতে তারকারা ঠিক কী করেন, তা নিয়ে লোকজনের কৌতুহলের অন্ত নেই। তবে বলি পাড়ায় সেলেব না হয়েও যিনি ‘সেলেব’ বা বলাভালো সেলেবদের সঙ্গেই যাঁর নিত্য নৈমিত্ত ওঠা বসা এবার সেই ‘ওরি’ মুখ খুলেছেন নিজের ডায়েট চার্ট নিয়ে। সম্প্রতি মালাইকা অরোরা এবং আরবাজ খানের ছেলে আরহান খানের পডকাস্টের ♉একটা পর্বে হাজির ছিলেন তিনি। ডাম্ব বিরিয়ানি, জাহ্নবী কাপুর, সুহানা খানের মতো সেলিব্রিটিদের প্রিয় বন্ধু, ইন্টারনেট ব্যক্তিত্ব ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি, নিজের ডায়েটের গোপন রহস্য ফাঁস করেছেন। ওরি বলেন, তিনি 'জিরো-সুগার-সহনশীল ডায়েটে' ছিলেন।
ওরহ🦹ান আওয়াত্রামানি জানান, তিনি প্রায় ২৩ কেজি ওজন কমিয়েছেন, তবে তারপরেও তাঁর ওজন ছিল প্রায় ৫০ কেজি।
আরহান-ওরি
যখন আ൩রহান তাঁকে জিগ্গেস করেন, 'ওরির ঘর কা খানা (ওরির কাছে বাড়িতে খাবার ঠিক কেম⛄ন) ঠিক কেমন?" ওরি বলেন, ‘অন্য সব ভারতীয় পরিবারের মতোই।’
এরপরই নিজের খাদ্যাভ্যাস প্রসেঙ্গে ওরি বলেন, 'এই মুহূর্তে আমি খুব টাইট ডায়েটে আছি। আমার প্রাতঃরাশের জন্য একটা ডিমের সাদা অংশের অমলেট খাই। তারপরে আমি সারা দিন কিছুই খাই না। হয়তো আমি রাতের খাবারের জন্য কিছু খাব তবে সেটা কী, নির্ভর করছে বাড়িতে কী আছে তার উপর। তবে এটা জিরো-সুগার-সহনশীল ডায়েট, চিনি নেই। গত বছর আমি ২৩ কেজির𒆙 মতো ওজন কমিয়েছি। নিজের ওজন নিয়ে লক্ষ্যে পৌঁছতে পেরেছেন কিনা তা জানতে চাইলে ওরি বলেন, ‘না, আমি চাই আমার ওজন হোক ৪৭ কেজি। তবে এখন আমার ওজন ৫০-৫১ কেজি।’
আরও পড়ুন-সোহেলের সঙ্গে ডিভোর্স, নতুন প্রেম নিয়ে ছেলেকে সীমার প্রশ্ন, ‘তুমি 🤡কি মায়ের উপর ক্ষুব্ধ?’ নির্বাণের উত্তর..
ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন🔯ের ২০১৯ সালের সমীক্ষা অনুসারে, অতিরিক্ত চিনি খেটে টাইপ ২ ডায়াবেটিস এবং হৃদরোগ সহ বেশকিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ঝুঁꦬকি থাকে। সময়ের সঙ্গে যিনি চিনি যুক্ত খাবার গ্রহণ কমানো যায়, তাহলে সামগ্রিকভাবে স্বাস্থ্যের জন্যা তা উপকার।
ওরির কথায় চিনিবিহীন ডায়েটের মূল বিষয় হল চিনি জাতীয় খাবারের সমস্ত উৎস নির্মূল🌜 করা। পরিবর্তে পুষ্টিকর ঘন খাবার গ্রহণে মনোনিবেশ করা। শাকসবজি, ফলমূল এবং দুগ্ধজাত জাতীয় খাবার থেকে পাওয়া প্রাকৃতিক শর্করা খাওয়া ঠিক বলে মনে করেন ওরি। তবে ওরির চিনিবিহীন ডায়েটের কি📖 সত্যিই ওজন হ্রাস হয়?