MBA চাওয়ালা, সোশ্যাল মিডিয়ার যুগে এমন বহু মানুষ ভা💛ইরাল হয়েছেন, যাদের পরিচয় আগে কেউই জানতো না। এমনই একজন চা ওয়ালা হলেন আরশাদ খান। পাকিস্তানের এই চাওয়ালা সুদূর লন্ডনেও খুলেছেন ক্যাফে। তবে এবার একেবারে অন্য একটি কারণে খবর শিরোনাম ছিনিয়ে নিলেন তিনি। পাকিস্তানের শার্ক ট্যাঙ্ক-এ গিয়ে ১০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৪ কোটি টাকার ডিল ক্র্যাক করেছেন তিনি।
কে এই আরশাদ খান?
২০২০ সালে ইসলামাবাদে একটি ক্যাফে খোলেন আরশাদ। নাম দেন, ক্যাফে চাওয়ালা রুফটপ। Instragram অ্যাকাউন্টে নিজেকে উদ্যোগপতি হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। নিজের জীবনের গল্প লিখেছিলেন সেখানে। আরশাদ ভা🌟ইর﷽াল হন যখন ২০১৬ সালে ফটোগ্রাফার জিয়া আলি তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আরশাদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান বহু মানুষ, বিশেষ করে তাঁর নীল চোখের।
(আরও পড়ুন: শ্যুটিং ফ্লোরে দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি🎃 লহমা, অস্ত্রোপচারও করℱতে হয়েছে অভিনেত্রীর, ঠিক কী ঘটেছে?)
লন্ডনে আরশাদ
ভাইরাল হওয়ার ৭ বছরের মধ্যেই লন্ডনের ইলফোর্ড লেনে একটি ক্যাফে খোলেন আরশাদ। সেখানে নিজের হাতে কেটলিতে চা বানিয়ে মাটির ভাঁড়ে পরিবেশন করেন আরশাদ, যার ফলে দক্ষিণ এশিয়ার সংস্কৃতিকে তিনি গোটা বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হন༒।
শার্ক ট্যাঙ্ক পাকিস্তান
সম্প্রতি শার্ক ট্যাঙ্ক পাকিস্তানে আরশাদ নিজের চায়ের ব্র্যান্ড এবং পাকিস্তানের সংস্কৃতিকে তুলে ধরেন। পাকিস্তান এবং লন্ডনে তিনি যে ব্যবসা খুলেছেন, সেটির উদ্দেশ্য হলো পাকিস্তানের ঐতিহ্যকে সকলের 💎সামনে তুলে ধরা। শুধু চা বিক্রি নয়, গ্๊রাহকদের একটি স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেওয়ার উদ্দেশ্যেই তিনি এই ক্যাফে খুলেছেন, দাবি আরশাদের।
(আরও পড়ুন: একমাত্র মেয়ের স্বার♛্থে ১২ বছর আগে ভেঙে যাওয়া বিয়ে আবারও জোড়া♈ লাগছে গার্গী-রজতাভর! ব্যাপার কী?)
আরশাদ আরও♊ জানান, তাঁর ক্যাফের নকশা এবং অন্তবর্তী সজ্জা গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে। প্রতিযোগিতামূলক বাজারে আরশাদের এই দৃ𒐪ষ্টিভঙ্গি তাঁকে সকলের থেকে আলাদা করে রাখে। আরশাদের এই স্পিচ ভীষণ পছন্দ হয় বিচারকদের, তাঁরা আরশাদের সঙ্গে ১০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৪ কোটি টাকার চুক্তি নিশ্চিত করেন। এই অর্থ আরশাদের সফলতার রাস্তা যে আরও কিছুটা মসৃণ করে দিল, তা বলাই বাহুল্য।