পরমব্রত চট্টোপাধ্যায় বরাবরই অত্যন্ত স্পষ্টবাদী। তবে ব♋িভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাঁর ভাবনা চিন্তার কারণে তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। পেয়েছেন নাক উঁচু, পাকা পরম, ইত্যাদির মতো তকমাও। এদিন সেসব বিষয় থেকে শুরু করে পরীক্ষামূলক ছবি প্রসঙ্গে কী বললেন অভিনেতা?
আরও পড়ুন: অবশে๊ষে স্লট পেল মিত্তির বাড়ি! আদৃতের ধারাবাহিক কবে থেকে কোন সময়ে দেখা য𒆙াবে? থামছে কোন মেগা?
এলিট সমাজকে নিয়ে কী জানালেন পরমব্রত চট্টোপাধ্যায়?
এদিন সোল কানেকশন পডকাস্ট শোতে পরমব্রত এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'একধরনের এলিটিজম বা ক্লাসিজম কাজ করে বাঙালির মধ্যে। এমনিতেই শিক্ষিত শহুরে বাঙালিদের মধ্যে সহজাত একটা ক্লাসিজম আছে। একটা শ্রেণীগত নাক উঁচুপনা আছে। আমি তো এটার জন্য বিখ্যাত ছিলাম। লোকে আমায় পাকা পরম বলতো, নাক উঁচু পরম বলতো। আর আমার স্বীকার করতে অসুবিধা নেই, আমি বহুদিন সেটা ছিলাম তার কারণ আমি যে বয়সে ইন্ডাস্ট্রিতে ঢুকেছি সেই বয়সে এখানে এসে দেখেছি আমি ♈যা পড়াশোনা করছি, যা দেখছি সেটার সঙ্গে আমি যেটা করতে এসেছি সেটার কোনও মিল নেই। যে মানুষগুলোর সঙ্গে ওঠাবসা করছি তাঁদের সঙ্গে কোনও মিল নেই। তখন সাইভাইভালের জন্য ঠিক করে নিই যে আমি নিজেকে আলাদা করব।'
আরও পড়ুন: প্রতারকদের ফাঁদে দিশা পাটা🅘নির বাবা! লোভে পরে খোয়ালেন ২৫ লাখ টাকা, দায়ের হল FIR
পরীক্ষামূলক সিনেমা নিয়ে কী বললেন পরমব্রত?
ভারতে পরীক্ষা নিরীক্ষামূলক ছবি সেই অর্থে তৈরি হয়নি বলেই এদিন দাবি করেন অভিনেতা। 'এক্সপেরিমেন্টাল ছবি সেই ছবিকেই বলব যেটা আমি পর্দায় একটা গল্প বলব কিনা, সেটাকে চ্যালেঞ্জ করবে। মাধ্যমটাকে চ্যালেঞ্জ করবে', মত পরমের। তিনি আরও বলেন, 'পরীক্ষামূলক ছবি বিদেশে কিছু হয়েছে। আর সেই ছবি যদি দেখতে যাই তাহলে সেটা বಌসে দেখার ধৈর্যই কারও থাকবে না। একজন থাই চিত্রনির্মাতা আছেন আপিশেপং উইরাসেথাকুল বলে, তাঁর দু তিনটে ছবি দেখার চেষ্টা করেছিলাম, সিনেমার ছাত্র বলে দেখতেই হবে এটা মাথার মধ্যে চললে আলাদা কথা। কিন্তু সাধারণ দর্শক হিসেবে আরও পাঁচটা কাজের মধ্যে একটা সিনেমা দেখতে বসেছিলাম। ১০-১৫ মিনিটের বেশি দেখতে পারিনি। এটা অস্বীকার করতে আমার সমস্যা নেই কোনও। ওইটা সত্যিকারের পরীক্ষামূলক ছবি♑। আমরা ভারতে যেটা বানাই সেখানে আমরা গল্প বলার চেষ্টা করি কম বেশি সবাই। কেউ একভাবে বলেন, কেউ আরেক ভাবে। '