টলিউডের মহিলা কর্মীদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে ন💞তুন কমিটি, সুরক্ষা বন্ধু। তবে সেই বিষয়ে কিছুই জানানো হয়নি ডিরেক্টরস গিল্✅ডকে! এবার সেই বিষয়ে কী জানালেন পরমব্রত? একই সঙ্গে ফেডারেশনের বিষয়ে আর কী কী নিয়ে তোপ দাগলেন তিনি?
স্বরূপ বিশ্বাসকে নিয়ে কী জানালেন পরমব্রত চট্টোপাধ্যায়?
যে সুরক্ষা বন্ধু তৈরি করা হয়েছে সেটার বিষয়ে কোনও কিছুই ডিরেক্টরস গিল্ডকে জানানো হয়নি বলে এদিন সংবাদ প্রতিদিনের কাছে ✤দাবি করেন পরমব্রত চট্টোপাধ্যায়। একই সঙ্গে জানান 'পরে সংবাদমাধ্যমকে দেওয়া স্বরূপꦜ বিশ্বাসের বক্তব্য শুনে বুঝলাম যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির ৬০ শতাংশ অভিযোগ প্রযোজক পরিচালকদের বিরুদ্ধে আসে তাই জানানো হয়নি। তখনই অভিসন্ধি বুঝতে পারি। কিন্তু উনি কোনও তথ্য প্রমাণ ছাড়া এভাবে কী করে পার্সেন্টেজ বলে দেন? কীভাবে বিভিন্ন বয়সের এত নামী দামী পরিচালকদের একই রঙে রাঙিয়ে দেন? আমাদের অপমান করা হয়েছে। এটাকে আমরা অবমাননা হিসেবেই দেখছি।'
টেকনিশিয়ানদের প্রতিবাদ মিছিলে যেতে না ফেডারেশনের?
এদিন একই সঙ্গে বিস্ফোরক অভিযোগ করে বসেন পরমব্রত। জানান ইন্ডাস্ট্রির কর্মসূচি হিসেবে যে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল তাতে টেকনিশিয়ানদের যেতে নিষেধ করা হয় ফেডারেশনের তরফে। পরমের কথায়, 'তাঁরা জনে জনে অহন করে নিজেদের সদস্যদের যোগ দিতে বারণ করেছেন এই মিছিলে। বলেছে এতে যেও না। এটা আমাদের কর্মসূচি নয়। আমাদের ও🎐দের করা হয়েছে। প্রমাণও আছে সেটার। আর এসব করেই সুরক্ষা বন্ধু করলেন তাঁরা! তাও আবার পরিচালকদের ছাড়াই। কেবল পরিচালকদের বাদ দেওয়া হয়েছে যে সেটা নয়, তাঁদের নামে কুৎসাও করেছেন সভাপতি। আসলে এটা গোটাটাই একটা অভিসন্ধি। বড় অভিসন্ধি। কীসের? কিছুদিন আগে টেকনিশিয়ান এবং ডিরেক্টরস গিল্ডের মধ্যে যে বিরোধ ঘটে সেটার জন্যই।'
আরও পড়ুন: রবি﷽ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’য় আপত্তি! বাংলাদেশে তীব্র হচ্ছে🎉 জাতীয় সঙ্গীত বদলানোর দাবি
আরও পড়ুন: টিভির গণ্ডি পেরিয়ে OTT -তে এবার মহিষাসুরমর্দিনী! দুর্গা রাজনন্দি🌸নী পালের সঙ্গে꧋ থাকছে আর কোন চমক?
প্রসঙ্গত পরমব্রত চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী অত্যন্ত সক্রিয় ভাবে আরজি কর ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নেম🔯েছেন বারংবার।