গত ৯ই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত ‘পারিয়া’। পরিচালনায় তথাগত মুখোপাধ্যায়। এই ছবির পরিচালকের সারমেয়প্রেম কারুর অজানা নয়। সেই ভালোবাসারই প্রতিফলন পারিয়া, সেই কথা নিজের মুখে বলেছেন তথাগত। কোথউ কুকুরদের বিরুদ্ধের অত্যাচারের খবর পেলেই বরাবর ছুটে যান তথাগত। লার্জ স্কেলে নিজের প্রতিবাদের ভাষাকে পৌঁছে দিতেই পারিয়া বানিয়েছেন তিনি। আরও পড়ুন-নন্দন থেকে সরিয়ে নেওয়া হল, ‘পারিয়া’র🅺 ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নির্মাতারা কী বলছে🍷ন
মুক্তির পর থেকেই দর্শকরা ভালোবাসা উজার করে দিচ্ছেন এই ছবির উপর। কলকাতার একাধিক থিয়েটারে হাউসফুল এই ছবি। তথাগতর প্রয়াসকে কুর্নিশ জানাꦗচ্ছেন সকলেই। লোকমুখে প্রচার এই ছবির অন্যতম বড় অস্ত্র। তারপরেও দ্বিতীয় সপ্তাহে নন্দনে পারিয়া-র জায়গা না পাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। এর মাঝেই নতুন বিতর্ক। এদিন সোশ্যাল মিডিয়ায় পারিয়ার বক্স অফিস সংক্রান্ত তথ্য নিয়ে বেশকিছু বিভ্রান্তিমূলক পোস্ট ছড়িয়ে পড়ে।
স্বঘোষিত বেশকিছু ট্রেড অ্যানালিস্ট দাবি করে, পারিয়ার প্রথম সপ্তাহের কালেকশন ২৪ লক্ষের আশেপাশে। এরপরই প্রতিবাদে সরব হয় টিম পারিয়া। জানায়, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে অসৎ উদ্দেশ্য নিয়ে। রাত গড়াতেই ছবির ডিস্ট্রিবিউটর শতাদীপ সাহা সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, প্রথম ৭ দিনে রাজ্যে পারিয়ার নেট কালেকশন ৫৭.৭ 🎉লক্ষ টাকা। সেটাও নন্দন ২-এর এবং আরও বেশকিছু সিঙ্গল স্ক্রিনের রিপোর্ট আসা এখনও বাকি আছে।
পারিয়া টিম-কে এত ভালোবাসা উজার করে দেওয়ার জন্য আপ্লুত বিক্রম। অনুরাগীদের কৃতজ্ঞতা জানাতে ভুললেন না। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তথাগত জানান, ‘পারিয়ার বক্স অফিস কালেকশন সংক্রান্ত ভুয়ো তথ্য সকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছ൩ে। কিন্তু আপনাদের ভালোবাসা ও আর্শীবাদে আমাদের বক্স অফিস কালেকশন ওই ভুয়ো কালেকশনের চেয়ে অনেক বেশি। … গুজবে কান দেবেন না’।
পারিয়ার কালেকশন নিয়ে যে তথ্য সোশ্যালে ছডিয়েছে শতাদীপের দেওয়ার ফিগারের সঙ্গে তার আকাশ-পাতাল ফারাক। কম বাজেটের ছবি পারিয়া, সেই দিক থেকে দেখলে সাত দিন ফাটিয়ে ব্য🍸বস🌟া করেছে এই ছবি।
নন্দন ২-তে টানা সাতদিন হাউসফুল হওয়া সত্ত্বেও ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যলের জন্য নন্দনে ব্রাত্য এই ছবি। ‘টানা সাত দিন ‘পারিয়া’ নন্দন ২-এ অ্যাডভান্স হাউজফুল হওয়া সত্ত্বেও এ সপ্তাহে নন্দনে ‘পারিয়া’ জায়গা না পাওয়ার বিষয়ে হতাশা উগরে 🍌দিয়েꦯছেন তথাগত। পরিচালক তথাগত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গোটা ঘটনায় আমরা আশাহত, মর্মাহত। আমাদের গোটা টিম খুবই ভেঙে পড়েছে। কারণ আমাদের সিনেমা সবে ‘পিক আপ’ নিতে শুরু করেছে'। নন্দন ১ জায়গা না হওয়া নিয়েও আফসোস জাহির করেন।