সময় দিয়েও বদলে দেওয়া হল। মঙ্গল🧔বারই জি বাংলার তরফে একটি পোস্ট করে জানানো হয়🌠 ১১ নভেম্বর থেকে সন্ধ্যা সাতটার স্লটে আসছে নতুন ধারাবাহিক পরিণীতা। কিন্তু তারপরই সিলিট করে দেওয়া হয় সেই পোস্ট। এবার বুধবার অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা করে জানানো হল সিরিয়ালের সম্প্রচারের সময়।
আরও পড়ুন: '১৪ প্রদীপেই মঙ✤্গল হবে ১৪ তলার'! সকালে শ্রীলেখার কটাক্🌟ষের জবাবে পাল্টা পোস্ট দেবাংশুর
কী জানা গিয়েছে পরিণীতা ধারাবাহিক সম্পর্কে?
এদিন জি বাংলার তরফে পরিণীতা ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানেই জানানো হয়েছে মেগার নতুন স্লট। আর সেখান থেকেই জানা গিয়েছে ১১ নভেম্বর থেকেই 🌠আসবে এই সিরিয়াল। তবে বদলে গিয়েছে স্লট। ৭টা নয়। বরং রাত আটটার স্লটে আসবে পরিণীতা। আর এখানেই প্রশ্ন উঠছে তবে কোনটা শেষ হচ্ছে জগদ্ধাত্রীই নাকি নিম ফুলের মধু?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো জগদ্ধাত্রী ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে যে নায়িকা মা হতে চলেছে। কিন্তু সন্তান প্রসবের পরই ⭕সে মারা যাবে। আর তাঁর মৃত্যুর তদন্ত করবে খোদ তাঁর স্বামী অর্থাৎ স্বয়ম্ভু। ফলে গোটা বিষয়টা যে টানটান জায়গায় দাঁড়িয়ে বলার অপেক্ষা রাখে না। আর এই মেগা টিআরপি তালিকাতেও ভালো নম্বর পায়। সেখানে কি সত্যিই এই মেগা শেষ হবে? এই বিষয়ে জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন তাঁর কাছে এখনও কোনও তথ্য আসেনি এই বিষয়ে। তবে আগাꦇমী ২-৩ দিনের মধ্যে ছবিটা স্পষ্ট হয়ে যাবে যে কোন মেগা শেষ হচ্ছে।
পরিণীতা ধারাবাহিকের গল্প
এতদিন উদয় প্রতাপ সিংকে সাধারণত পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে। এবার🤪 তিনি একেবারে মুখ্য ভূমিকায়। তাঁর বিপরীতে নবাগতা ঈশানি। গল্পে ত্রিকোণ প্রেম থাকবে। ত্রিকোণ প্রেমের আরেক কোণে থাকবে সুরভী মল্লিক। এক নামজাদা কলেজের ছাত্র ছাত্রী তাঁরা। পারুল (ঈশানি) গ্রাম্য সহজ সরল মেয়ে। তাঁকে কলেজে সবাই হ্যাটা করলেও সে নিজের গুণে সবার মুখ বন্ধ করিয়ে দেয়। তবে পরেই আসে চমক। দেখা যায় সে বাস্তবে রায়নের (উদয়) স্ত্রী। কিন্তু বউকে একেবারে পছন্দ নয় নায়কের। এমন অবস্থায় দুজনের মনে ভালোবাসা কীভাবে জাগবে, কীভাবে পারুল রায়ানের পরিণীতা হয় আক্ষরিক অর্থে সেটাই দেখার।