ভূত চতুর্দশী উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন শ্রীলেখা। ১৪ ꦯপ্রদীপের প্রসঙ্গ টেনে লিখেছিলেন '১৪ তলা নিপাত যাক'। রাত হতেই জবাবে পাল্টা কটাক্ষ করলেন দেবাংশু। কী লিখলেন তৃণমূল কংগ্রেসের নেতা।
কী লিখেছিলেন শ্রীলেখা মিত্র?
এদিন ফেসবুক পোস্টে শ্রীলেখা লেখেন, ‘চৌদ্দ বাতি , চৌদ্দ শাক । চৌদ্দ তলা 𝔉, নিপাত যাক’। শ্রীলেখার এই পোস্টে চৌদ্দ তলা দেখে বুঝতে অসুবিধা হওয়ার জন্য, নবান্নের চৌদ্দ তলায় বসা মুখ্যমন্ত্রীর শাসনের অবসানের কথাই উঠে এসেছে তাঁর পোস্টে। শ্রীলেখার পোস্টে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এটা দারুণ’।
জবাবে কী লিখলেন দেবাংশু ভট্টাচার্য?
এদিন দেবাশিস দত্ত নামক এক ব্যক্তি তাঁর ফেসবুক প্রোফাইলে শ্রীলেখা মিত্রর পোস্টের জবাবে পাল্টা হিসেবে লেখেন, '১৪ শাক / ১৪ প্রদীপ / নবান্নের ১৪ তলা / তিনটিই মঙ্গলসূচক / শাস্ত্রে আছে বলা।' সেই পোস্ট এদিন শেয়ার করেন দেবাং🦩শু ভট্টাচার্য। ক্যাপশনে লেখেন হৃদয় ইমোজি। বহু মানুষ দেবাংশুর এই পোস্ট শেয়ার করেছেন, পক্ষে বিপক্ষে মতামতও জানিয়েছেন অনেকেই।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টꦗে মন্তব্য জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, '১৪ শাক? ১৪ প্রদীপ জ্বালিয়ে ১৪ পুরুষকে তার নিজ গন্তব্যে পৌঁছাতে সাহায্যে করা, ওই ভট্টাচার্য সারনেমটাও কালীঘ💃াটে চিৎ হয়ে শুয়ে থাকার পরিণাম? জয় হোক বিষ্ণু মাতার।' আরেকজন লেখেন, 'পুরো বিষয়টি বাংলার জন্য লক্ষ্মীমন্ত। IT cell -এ একটা কাজ দাও দাদা দিওয়ালি গিফট হিসেবে প্লিজ' তৃতীয় ব্যক্তি লেখেন, 'সাথে রাম নাম করলেই কেউ একটা পালাবে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'গঙ্গার পশ্চিমকূল বারানসী সমতূল।'
আরও পড়ুন: '৬০ শওতাংশ পরিচালকই যৌন হেনস্থাকারী', মন্তব্য করে বিপাকে স্বরূপ! ২৩ কোটির মানহানির মামলা পরিচাജলকদের