দেখতে দেখতে সেই বিশেষ দিন এসেই গেল। উদয়পুরের লীলা প্যালেসে আজই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। বিগ ফ্যাট পঞ্জাবি ওয়েডিংয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন রাজস্থানের দুই আলিশান প্যালেসে। থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও। আর হবে নাই বা কেন একাধিক তাবড় তাবড় অতিথিরা আসছেন যে তাঁদের বিয়েতে। দিল্লি, পঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সহ ব🉐লিউডের অনেকেই হাজির থাকবেন এই বিয়েতে। কিন্তু সেসব তো নয় হল, ২৪ সেপ্টেম্🎀বর রাতে রাঘব পরিণীতির বিয়েতে মেনুতে কী কী থাকছে?
রাঘব পরিণীতির বিয়ে
২৩ সেপ্টেম্বর থেকেই বিয়ের একাধিক রীতিনীতি পালন শুরু হয়ে গিয়েছে। হলদি, মেহেন্দি সহ একাধিক আচার অনুষ্ঠান ইতিমধ্যেই শেষ হয়েছে। বরপক্ষ থাকছেন হোটেল তাজ লেক প্যালেসে। সেখান༒ থেকে বরযাত্রী নৌকায় করে আসবে লীলা প্যালেসে। সেখানেই বসবে বিবাহ বাসর।
কী কী থাকবে রাঘব পরিণীতির বিয়েতে?
বলিউড লাইফের তরফে জানানো হয়েছে কনে পরিণীতি তাঁর দুই ভাই শিবাং এবং সহজের স𝔉ঙ্গে মিলে বিয়ের মেনু ঠিক করেছেন। অতিথিরা কী পছন্দ করতে পারেন, তাঁদের কী চাহিদা থাকবে 🦩সেসব ভেবেই এই মেনু ঠিক করা হয়েছে বলেই জানা গিয়েছে। ইন্টারন্যাশনাল কুইজিন তো থাকছেই, সঙ্গে থাকবে পঞ্জাবি এবং রাজস্থানি খানাপিনা। বয়স্কদের জন্য বিশেষ এবং স্বাস্থ্যকর মেনুর ব্যবস্থাও করা হয়েছে তাঁদের স্বাস্থ্যের কথা ভেবে।
আরও পড়ুন: কড়া নিরাপত্তা🦂র বেষ্টনীতে রাঘব-পরিণীতির বিবাহ বাসর, অতিথিদেরꦬ মানতে হবে কী কী নিয়ম?
আরও পড়ুন: রূপকথার বিয়ের রাজকীয় আয়োজন, নিয়ম ভেঙে বিয়ের অনুষ্ঠ🅘ানের ভিডিয়ো ফাঁস ভাগ্যশ্রীর
এই বিষয়ে বলে রাখা ভালো নিজের বিয়ের সমস্ত প্রস্তুতির দিকে নিজেই নজর রেখেছিলেন পরিণীতি। কোথায় কী হবে, কেমন ভাবে হবে সবটা তিনিই বলেছেন, প্রত🍸িটা ছোটখাটো বিষয় তিনি নিজে চেক করেছেন।
ইতিমধ্যেই রাঘব পরিণীতির বিয়েতে সামিল হতে অতিথিরা আসতে শুরু করেছেন। শনিবার থেকেই তাঁরা আসতে শুরু করে🅺ছেন। তবে এখনও পর্যন্ত পরিণীতির জ্যাঠতুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া আসেননি। তিনি আদৌ আসবেন কিনা সেটা নিয়েও ব♉ড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। যদিও না এলেও ইতিমধ্যেই ছোট্ট বোনের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন দেশি গার্ল। তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নতুন জীবনের জন্য উইশ করেছেন তাঁকে।