পার্ণো মিত্র অভিনীত ছবি বহুদিন পর আবারও বড় পর্দায় মুক্তি পেল। ত🀅ারকার মৃত্যুর পর এবার মুক্তি পেল বনবিবি। সেই ছবি মুক্তি থেকে রাজনৈতিক কেরিয়ার সবটা নিয়ে কী জানালেন অভিনেত্রী?
আরও পড়ুন: 'কেরিয়া✱𝕴রের সব থেকে বড় ছবি...' অপেক্ষার অবসান, ভুল ভুলাইয়া ৩ এর শ্যুট শুরু করলেন কার্তিক
বনবিবি নিয়ে কী বললেন পার্ণো?
বনবিবি ছবিতে উঠে এসেছে সুন্দরবনের মানুষদের রোজনামচার কথা। ছবির 🦩শ্যুটিংয়ের অনেকটাই সেখানে হয়েছে। শ্যুটিংয়ের সেই অভিজ্ঞতার কথা মনে করে এদিন সংবাদ প্রতিদিনকে পার্ণো জানান, 'খুবই কষ্ট করতে হয়েছে। দশটা দিন যে কী স্ট্রাগল করে ওখানে কাটিয়েছি বা শ্যুটিং করেছি বলে বোঝাতে পারব না। সারাদিন লঞ্চে বসে থাকতাম, কোনও ভ্যানিটি ভ্যান ছিল না। কিছুই না। সব কিছুই লঞ্চে। কিন্তু সব থেকে কষ্টকর ছিল ๊কাদার মধ্যে হাঁটা। পায়ের তলায় ম্যানগ্রোভের কাঁটা ফুটে ফুটে খুব কষ্ট হতো।'
আরও পড়ুন: 'ওঁরা যেমন আমার বন্ধু তেমনই...' নিজে বলি๊উডের দাপুটে অভিনেত্রী, কিন্তুꦺ কারা আলিয়ার অনুপ্রেরণা জানেন?
রাজনীতি নিয়ে কী বললেন পার্ণো?
২০১৯ সালে বিজেপিতে জ দেন পার্ণো। এখনও কি রাজনীতির সঙ্গে যুক্ত তিনি? এই বিষয়ে অভিনেত্রী জানান, ' আমিꦕ এখনও বিজেপি ছাড়িনি। কিন্তু আর অ্যাকটিভ পলিটিক্সে যুক্ত নেই। তবে পরে আবার সক্রিয় রাজনীতিতে ফ💙িরব কিনা জানি না। যদি মনে হয় দেখা যাবে।'
আরও পড়ুন: বিয়ের পর শ্রীময়ীকে রাত জাগাচ্ছেন কাঞ্চন! অভিনেত্রী বললেন, 'আমায় ক𝔍ি এখনও...'
আরও পড়ুন: বায়োপিক নিয়ে ক্ষুব্ধ জিনাত, পাল্টা জবাবඣে পায়েল বললেন, 'উনি ভুল বুঝছেন, আমরা ওঁর সঙ্গে...'
বনবিবি প্রসঙ্গে
বনবিবি ছব꧃িটির পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ। ছবিটির প্রযোজনা করেছেন রানা সরকার। এখানে পার্ণো মিত্র ছাড়াও আছেন সোহিনী সরকার, রণজয় বিষ্ণু, আর্য দাশগুপ্ত, প্রমুখ। এখানে সুন্দরবনের মানুষদের জীবন যাপন সহ নানা দিকের কথা উঠে এসেছে।