কদিন আগে হইচইতে মুক্তি পায় ডাইনি ওয়েব সিরিজ। যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই হইচইয়ের সেই সিরিজ দেখে প্রশংসায় ভরিয়েছে একাধিক তারকারা। সাধারণ দর্শকও করেছে ভুরিভুরি তারিফ। এরই মাঝে টিভির এক জনপ্রিয় মুখ করে বসলেন মিমি চক্রবর্তীর নিন্দা। তাও আবার দাবি করে বসলেন, মিমি নাকি এম🦂ন ‘লিপ ফিলার’ করিয়েছেন যে, স্বাভাবিকভাবে ডায়লগ ডেলিভারি করতেও সক্ষম হচ্ছেন না।
তা কে করেছে ডাইনি সিরিজ ও মিমিকে নিয়ে এমন পোস্ট? তা এসেছে পরমা বন্দ্যোপাধ্যায়ের থেকে। পরমা ফেসবুকে লিখেছেন, ‘হইচইঅ্যাপটা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম বহুকাল আগে। ডাইনি ওয়েব সিরিজের ভুরি ভুরি হাইপ আর কিছু ইউটিউবারের প্রশংসা শুনে আমিও ৪৯৯টাকা খরচ করে বোকা হয়ে গেলাম। মেরেকেটে এপিসোড 💃৩ অবধি দেখতে পের🥀েছি, বহু কষ্টে। তারপর ব্যস, আর না।’
আরও পড়ুন: বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে হাত নাড়লেন সলমন, ইদে আমিরে🅷র সঙ্গে এলেন কি গৌরী
এরপর তিনি আরও লেখেন, ‘দু'-একজন ভালো অভিনেতা আছেন, কিন্তু তাঁদের অভিনয় দেখানোর স্কোপ ꦫখুবই কম। প্রধান অভিনেত্রী এত বেশি লিপ ফিলিং ꦦকরিয়েছেন যে ডায়ালগ বলতে গিয়ে ঠোঁটটা খুলছেও না ভালো করে। ইনি এক সময় গানের ওপারে সিরিয়ালের পুপে ছিলেন, আমরা এর ‘আদা’-তে মুগ্ধ হতাম, ভাবতেই কেমন লাগে!’
আরও পড়ুন: রুবেল-শ্বেতা থেক🌌ে আদৃত, সৌমিতৃষা, অহনা🐽, পল্লবী! ঘিবলি-তে কেমন লাগছে ছোট পর্দার তারকাদের
এমনকী, ডাইনিওয়েব সিরিজটিকে তিনি তুলনা করেন যাত্রাপালার সঙ্গে। লেখেন, ‘সিরিজটা যতটুকু দেখলাম, খুব জঘন্য লাগল। যাত্রা টাইপ। সামাজিক পালা।যাদের হইচই-এর সাবস্ক্রিপশন ফুরিয়েছে ,♚ ফাঁদে পড়ে এটা দেখার জন্য একটি পয়সাও খরচ করবেন না। শুধু শুধু পয়সা নষ্ট।’
দেখা গেল কমেন্ট সেকশনে অনেকেই ডাইনি ওয়েব সিরিজ নিয়ে পরমার বলা ক👍থার বিরোধিতা করেছেন। তো কেউ আবার হয়েছেন সহমত। একজন লেখেন, ‘মোটেই এত খারাপ না, অন্তত অভিনয় নিয়ে কোনো কথা হবে না। টপিক অসাধারণ, জ্বলন্ত সত্য। আর হিন্দি মুভির অভিনেত্রীরা ফিলিং করালে আহ্লা🔥দিত হব, আর বাঙালি হলে সমালোচনা… বেশ ভালো সিরিজ।’
আরও পড়ুন: বাংলার নতুন ‘বস’ সৌ🐈রভ, আসছেন স্টার জলসায়! দাদাগিরির সঞ্চালনা তাহলে করবেন কে?
আরেক💫জন আবার লিখলেন, ‘ঠিক একইরকমভাবে এক পয়সাখেকো সাংবাদিকের পোস্ট দেখে আমিও বোকা বোনেছিলাম, কালরাত্রি সিরিজটার ফাঁদে পড়ে। এক ঘন্টাও টানা যায়নি এত জঘন্য।’ কেউ কেউ তো আবার সটান মিমি চক্রবর্তীকেও ট্যাগ করে দিয়েছেন এই পোস্টে।
প্রসঙ্গত, পরমা বন্দ্যোপা𓃲ধ্যায় একজন বাঙালি গায়িকা এবং টেলিভিশন উপস্থাপিকা। গেম শো রোজগেরে গিন্নির উপ𝐆স্থাপিকা হিসেবে পৌঁছে গিয়েছিলেন ঘরেঘরে।