২০ জানুয়ারি, আজ অভিনেত্রী পারভিন ববির মৃত্যুবার্ষিকী। সাল ১৯৭২। সেই সময় মডেল হিসাবে কেরিয়ার শꦿুরু করেন পারভিন। মডেলিং করতে করতেই রুপোলি পর্দায় নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে যান তিনি। পরের বছর, ১৯৭৩ সালে ‘চরিত্র’ সিনেমার হাত ধরে বলিউডে হাতেখড়ি হয় পারভিনের। বক্স অফিসে ওই ছবি না চললেও পারভিনের উপস্থিতি নজর কাড়ে।
যদিও ব্যক্তিগত জীবনে, বলিপাড়ায় প্রথমে অভিনেতা-পরিচালক ড্যানি ডেনজংপার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পারভিন। তবে কখনই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ড্যানি। ড্যানির পর অভিনেতা কবীর বেদীর প্রেমে পড়েছিলেন পারভিন। তবে সেই প্রেমও টেকেনি। বলিপাড়ায় এর পর যাঁর সঙ্গে প্রেমে পড়েছিলেন পারভিন, তিনি পরিচালক মহেশ ভাট। ১৯৭৭ সালে বিবাহিত মহেশের সঙ্গে সম্পর্কে জড়ান। মহেশ এবং পরভিনের প্রেমকাহিনি বলিপাড়ার অন্যতম চর্চিত বিষয়। আরও পড়ুন: ‘খুলা’ হয়েছে, শোয়েবের সঙ্𓂃গཧে মেয়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জার বাবা
মহেশের প্রেমে পাগল ছিলেন পারভিন। একসময় লিভ-ইনও করেছেন। সেই সময় বলিউডে স▨ুপারস্টার ছিলেন অভিনেত্রী। প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন তাঁরা। এমনকি পারভিনের 🔯মৃত্যুর সময় শেষযাত্রায়ও হাজির ছিলেন মহেশ। জানা যায়, স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন পারভিন।
পরভিনের মৃত্যুর পর তাঁর জীবন নিয়ে আরও একটি ছবি বানান মহেশ। এই ছবিটি প্রযোজনাও করেছিলেন তিনি। ২০০৬ সালে মুক൲্তি পায় সেই ছবি। যার নাম ‘ও লমহে’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাওয়াত। একসময়, পারভিনকে সামলাতে হꦑিমশিম খেতে হয়েছিল মহেশকে।