অবশেষে নন-ফিকশন শো'র শুটিং শুরুর অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। তবে সেখানে দর্শকরা থাকতে পারবেন না। শুটিং ইউনিটের সর্বাধিক ৪০ জন উপস্থিত থাকতে পারবেন বলে রাজ্যের তরফে💛 জানান🎃ো হয়েছে।
সোমবার নবান্নে সিনেমা এবং টেলিভিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। করোনা পরিস্থিতির মধ্যে নিজেদের দাবি ও সমস্যা নিয়ে মুখ খোলে সবপক্ষ। সেখানে আটির্স্ট ফোরামের দাবি মেনে শুটিংয়ে সর্বোচ্চ ৩৫ জনকে অনুমতি দেওয়ার নিয়ম খানিকটা শিথিল করেন মুখ♏্যমন্ত্রী। তিনি জানান, এবার থেকে সর্বাধিক ৪০ জন শুটিংয়ে থাকতে পারবেন। তবে একইসঙ্গে তিনি বলেন, ‘ইন্ডোর শুটিংয়ে জোর দিতে হবে। আউটডোর শুটিংয়ে বিধিনিষেধ রয়েছে। ঘনবসতি এলাকা নয়, ফাঁকা এলাকায় শুটিং হোক।’
অন্যদিকে ওয়েব সিরিজের প্রসঙ্গটি উত্থাপন করেন অভিনেতা পরমব্রত চ♛ট্টোপাধ্যায়।সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, 'ওয়েব সিরিজের বিষয়ে রাজ চক্রবর্তী, পরমকে নিয়ে একটি কমিটি বা টাস্ক ফোর্স গঠন করা হবে।' মুখ্যসচিব রাজীব সিনহ🃏াকে সেই কমিটি গঠনের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি তিনি জানান, প্রতি বছর উত্তম কুমারের প্রয়াণ দিবস অর্থাৎ ২৪ জুলাই যে ‘মহানায়ক পুরস্কার’ দেওয়া হয়, তা এবার করোনা পরিস্থিতিতে আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরে সেই পুরস্কার দেওয়া হবে। তবে ২৪ জুলাই স্টুডিয়োতে তাঁকে শ্রদ্ধা জান𓂃ানো হবে। সেখানে অবশ্য সর্বাধিক ৪০ জন জমায়েত করতে পারবেন। তবে অনান্য টেলি ও ফিল্ম অ্যাওয়ার্ড এবং কলকাতা আন্তর্জাতඣিক চলচ্চিত্র উৎসব নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান মুখ্যমন্ত্রী। পরে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।