১১ ফেব্রুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘গেহরাইয়া’। ছবি পরিচালনায় শকুন বত্রা। অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে, ধৈর্য কারওয়া। মুক্তির পর থেকেই দর্শকের কাছে যেমন প্রশংসা পেয়েছে এই ছবি, তেমনি সমালোচনাও কম হয়নি। তবে ছবি মুক্তির পর থেকেই নাকি হুমকির মুখোমুখি হচ্ছেন পরিচালক! ইউটিউব চ্যানেলে সিনেমা সমালোচক সুচরিতা ত্যাগীকে দেওয়া এক সাক্ষাৎকারে শকুন জানিয়েছেন, ই-মেলের মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে তাঁকে। ‘গেহরাইয়া' মুক্তির পর থেকেই হুমকি পাচ্ছেন তিনি। ছবি যখন তৈরি করতে পারেন না করেন কেন? অন্য কাজও তো করতে পারেন, এমন মন্তব্যও নাকি করা হয়েছে তাঁকে। তবে অনেকেই ছবিটির প্রশংসাও করছেন বলে জানান শাকুন। ব্রিসবেনের এক মনোবিদের প্রতিক্রিয়ার কথা বলতে গিয়ে শকুন বলেন, ‘ব্রিসবেনের একজন মনোবিদের কাছ থেকে আমার কাছে একটি ই-মেল আসে। ছবিটি তাঁকে দু’ভাবে মানুষের মনস্তত্ব সম্পর্কে বাধ্য করেছে বলেই নাকি মনোবিদ জানিয়েছেন। আমার মনে হয় আমি পরিণত হয়েছি।'অনেক অনুরাগী ছবিতে প্রাপ্তবয়স্ক, বিচারহীন সম্পর্ক এবং বিশ্বাসঘাতকতার বিষয়ে একটি পরিপক্কতা গ্রহণের জন্য প্রশংসা করেছেন। পরকীয়া, প্রেম, দীপিকা-সিদ্ধান্তের ঘনিষ্ঠ দৃশ্য–এইসব মুখ্য আলোচনার বিষয় হয়ে উঠেছিল এই ছবিতে। ‘গেহরাইয়া’ ঘিরে চর্চার শেষ নেই নেটিজেনের একাংশের মধ্যে।