আর কটাদিন বাকি। তারপরই মুক্তি পেতে চলেছে ইয়ামি গৌতম অভিনীত ছবি আর্টিকেল ৩৭০। এই ছবিতে একজন ইন্টিলিজেন্স অফিস𒆙ারের চরিত্রে অভিনয় করবেন তিনি। আর ইয়ামির ছবি মুক্তির আগেই এবার সেই ছবির হয়ে গলা ফাটালেন নরেন্দ্র মোদী।
আর্টিকেল ৩৭০ এর হয়ে প্রচার নরেন্দ্র মোদীর
জম্মুতে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগনের সঙ্গে কথা বলতে গিয়ে আর্টিকেল ৩৭০ নিয়ে কথা বলেন। প্রচার করে𒁃ন সেই ছবির। আর ঠিক তারপরই প্রধানমন্ত🌳্রীকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী।
কী কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তাঁর বক্তব্যে বলেন, 'আꦯমি শুনেছি আর্টিকেল ৩৭০ এর উপর নির্ভর করে বানানো একটি ছবি এই সপ্তাহেই মুক্তি পেতে চলেছে। এটা একটা ভালো বিষয়ে যে এবার মানুষ ছবিটির বিষয়ে সঠিক তথ্য পাবেন।
🎀প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের একটি ক্লিপ এদিন শেয়꧅ার করেন এই ছবির অভিনেত্রী ইয়ামি গৌতম। তিনি এক্সে সেই কথা প্রচার করে লেখেন, 'এটা অত্যন্ত সম্মানের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্টিকেল ৩৭০ ছবিটি নিয়ে কথা বললেন। আমি এবং আমার টিম আশা করছি যে এই ছবির মাধ্যমে আপনাদের সবার প্রত্যাশা আমরা পূরণ করতে পারব।'
আর্টিকেল ৩৭০
আর্টিকেল ৩৭০ ছবিটি একটি অ্যাকশন ভরপুর রাজনৈতিক ছবি𝕴। এখানে ইয়ামি গৌতমকে একজন ইন্টিলিজেন্স অফিসারের চরিত্রে দেখা যাবে। তিনি ছাড়াও এখানে আছেন প্রিয়মণি। ছবির ট্রেলারে কাশ্মীরে চলা নৈরাজ্য, দুর্নীতি উঠে এসেছে। কাশ্মীরের 𒈔গায়ে এতদিন ধরে লেগে থাকা বিশেষ তকমা যে এসবের কারণ সেটাও বলতে শোনা যায় অভিনেত্রীকে। একই সঙ্গে এই রাজ্যে চলতে থাকা সন্ত্রাসবাদের ভয়াবহ রূপ উঠে আসে। সেগুলো কীভাবে দমন করা হয় সেটাই এখানে দেখানো হয়েছে।