গত বছরের শেষেই সুখবর সামনে এনেছিলেন পপি চাউলিয়া, যাকে সকলে চেনে পপি কিচেনের মুখ হিসাবে। সোশ্যাল মিডিয়ার অতি পিরিচিত নাম গ্রাম বাংলার এই গৃহবধূ। ইউটিউবে রান্নার ভিডিয়ো বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করেন পপি। অতি সাধারণ শাড়িতে ঘোমটা টেনে প্রকৃতির কোলে তাঁর রান্না দেখতে অভ্যস্ত লাখো দর্শক। ‘পপি কিচেন’-এর পপি গত কয়েকমাস অবশ্য রান্নার কাজে হাত দেননি। কারণ প্রেগন্যান্ট ছিলেন তিনি। আরও পড়ুন-'পপির অবস𓃲্থা খুব খারাপ!' হঠাৎ হলটা কী? দ্বিতীয়বার মা হচ্ছেন, কবে আসছে সন্তান?
নতুন বাংলা বছর শুরুর আগেই পপির পরিবারে এল নতুন অতিথি। নির্দিষ্ট সময়েই সন্তানের জন্ম দিলেন পপি। সোশ্যাꦓল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিয়েছেন পপির স্বামী সুরজিৎ চাউলিয়া। পপি ও সুরজিৎ-এর পুত্র সন্তান রয়েছে, অর্জুন। পপি অন্তঃসত্ত্বা হওয়ার পর বারবার গোটা পরিবারকে বলতে শোনা গিয়েছে, এবার সবার ইচ্ছে পপির মেয়ে হোক। নিজেও মেয়ের মা হতে চেয়েছিলেনꦯ পপি। অবশেষে সেই ইচ্ছেপূরণ হয়েছে। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সুরজিৎ ঘরণী।
সদ্যজাতর একটি ছবি পোস্ট করে এদিন সুরজিৎ লেখেন,' পপি কিচেনের নতুন সদস্য সবাই আশীর🌸্বাদ করবেন'। ছবিতে বাবার কোলে দেখা গেল পপি-কন্যাকে। গোলাღপি তোয়ালেতে জড়ানো একরত্তি। মাথা ভর্তি চুল, গোল গোল চোখে চেয়ে রয়েছে সিলিং-এর দিকে। খুদের নাম এখনও জানাননি পপির স্বামী।
নিমেষেই খুদের ছবি ভাইরাল সোশ্যালে। পরিবারের নতুন সদস্যকে ভালোবাসায় মুড়ে দিয়েছেন পপির ফলোয়াররা। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। রান্নার ভিডিয়োর পাশাপাশি নিজের রোজনামচাও পৃথক একটি ইউটিউব চ্যানেলে তুলে ধরেন পপি। সেখানে তাঁর শ্বশুরকে বলতে শোনা গিয়েছিল, নাতনি হলে ৫০০ লোককে মিষ্টি খাওয়াবেন তিনি। আর নাতনির অন্নপ্রাশনে এলাহি ♏আয়োজন করবেন, থাকবে বিরিয়ানিও।
সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে, ঘরোয়া আয়োজনে, দেশি-বিদ💙েশি নানা পদ নিজের হাতে রেঁধে, জনপ্রিয়তা পেয়েছেন এই ইউটিউবার। পুরনো দিনে♕র রান্নার রেসিপি থেকে আজকের জেনারেশনের পছন্দের পিৎজা, সবই রান্না করেন পপি।
ইউটিউবে দুটি চ্যানেলের পাশাপাশি ফেসবুকে তিনটি পেজ খুলে ফেলেছেন এই ‘সহজ-সরল গ্রামের বউ’টি। একটির নাম ‘পপি কিচেন’। অপর দুটির নাম ‘পপি কিচেন ফ্যামিলি ভ্লগ’ ও ‘দ্য রিয়েল ভিলেজ কুকিং’। দ্বিতীয় প্রেগন্যান্সিতে বেশকিছু꧙ জটিলতা থাকায় গত কয়েকটা মাস খুব সাবধানে কাটিয়েছেন পপি, এখন খুশির ঝিলিক গোটা পরিবারে।