অবশেষে প্রকাশ্যে এল ‘দেবী চৌধুরানী’ ছবির পোস্টার। এই ছবিতে 'ভবানী পাঠক'-এর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবং নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পোস্টারে দেখা গেল, একে-অপরকে এক চুল জমি ছাড়লেন না বাংলার এই দুই তারকা। দুজনের থেকেই চোখ ফেরানো ♏দায়!
শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী' নিয়ে চর্চা তো কিছু কম নয়। টকট⭕কে লাল রঙের কাপড় পরে খোলা চুলে দাঁড়িয়ে রয়েছেন শ্রা🍌বন্তী চট্টোপাধ্যায়। হাতে তীর ধনুক। চোখে-মুখে রনংদেহী মেজাজ। শ্বেত চন্দনের উপর লাল টকটকে তিলক।
আরও পড়ুন: একা ইমন নন, অস্কার ২০২৫-এর দৌড়ে এ🔥বার বাংলা থেকে মোট ৫জন! কার তাঁরা?
বরং প্রসেনজিতের লুক শান্ত কিন্তু গুরুগম্ভীর। একটা স্থিরতা চোখেমুখে, তবে চাপা নেই ধূর্ততা। কাঁধ ছাপিনো, অবিন্যস্ত চুলের সঙ্গে একমুখ কাঁচাপাকা দাড়ি। তার কপালেও রক্তটিকা। পোস্টারে দেখা গেল বানিজ্য জাগাজ, সমুদ্র, জলদস্যুও🌜।
সঙ্গে 🌌মুক্তির তারিখও ঘোষণা করা হল নির্মাতাদের তরফে। ২০২৫ সালেꦬর মে মাসে প্রেক্ষাগৃহে আসছে এই সিনেমা।
আরও পড়ুন: ‘টাকার জন্য রুদালি’ কটাক্ষ! রিয়েলিটি শো কি আদৌ রিয়েল, সারেগামাপার প্রসঙ্গ টেনে জবাব 💖অন্তরার
জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র 🅺নির্মাতা শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' প্রযোজনা করেছেন LOK আর্টস কালেকটিভ (ইন্ডিয়া/ইউকে) এর সৌম্যজিৎ মজুমদারের সঙ্গে এডিটেড মোশন পিকচার্স (ইউএসএ/ইন্ডিয়া) এর অপর্ণা এবং অনিরুদ্ধ দাশগুপ্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় এই উপন্যাস থেকে আগেও ছবি তৈরি হয়েছে। বঙ্কিম সাহিত্য়কে পর্দায় কতটা জীবন্ত করে তুলেছেন পরিচালক, তা দেখতে বেশ উৎসাহে দর্শকরা।
আরও পড়ুন: মায়ের মতোই সুন্দরী! ২ বোনই টলি-তারকা, ছোটজ𓄧ন বেশি সফল🏅, ছবিটি বড় জনের, বলুন তো কে
এছাড়াও এই সিনেমায় ‘মজꦉনু শাহ’র চরিত্রে দেখা যাবে অভিনেতা ভরত কলকে। রঙ্গরাজ চরিত্রে অর্জুন চক্রবর্তী এবং জমিদার হরবল্লভ রায়ের চরিত্রে দে▨খা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দর্শনা বণিক , বিবৃতি চট্টোপাধ্যায় ও কিঞ্জল নন্দকে।