দক্ষিণী সুপারস্টার প্রভাস-এর বিয়ে নিয়ে বহুবার বহু খবর সামনে এসেছে। তবে সম্প্রতি 'বাহুবলী' তারকার বিয়ে নিয়ে নতুন খবর সোশ্যাল মিডিয়ায় দꦆ্রুত ভাইরাল হয়েছে। অনুরাগীরাও এই খবর শুনে বেশ উত্তেজিত বলেই জানা যাচ্ছে। আসলে, কিছুদিন আগেই খবর শোনা যাচ্ছিল যে প্ꦰরভাস হায়দ্রাবাদের জনপ্রিয় ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করছেন। এবার প্রভাসের টিম এই খবরে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিয়ের ব্যাপারে আপডেট কি?
প্রভাসের টিম ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছে, সবই ভুয়ো খবর এবং সকলের কাছে অনুরোধ, অভিনেতার ব্যক্তিগত জীবন 🏅নিয়ে দয়🍃া করে গুজব ছড়াবেন না।
উল্লে📖খ্য, এর আগে খবর এসেছিল যে প্রভাস তার বাহুবলী ছবির সহ-অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন প্রভাস। যদিও প্রভাস ও অনুষ্কা দুজনেই প্রেমের গুঞ্জন উড়িয়ে জানান, তাঁরা শুধুই ভালো বন্ধু।
প্রভাসের বিয়ে ভাবনা
এক সাক্ষাৎকারে প্রভাসকে জিজ্ঞাসা করা হয় যে তাঁর বিয়ে নিয়ে নানা🐬ন গুঞ্জন তাঁকে কি প্রভাবিত করে? উত্তরে বাহুবলী তারকা বলেছিলেন, 'না এতে আমার কোনও সমস্যা হয় না। আমি জানি লোকজন আমার বিয়ে নিয়ে খুবই উৎসাহী। এটা স্বাভাবিক এবং খুব সাধারণ একটা কৌতুহল। যদি আমি ত🌳াঁদের জায়গায় থাকতাম, তাহলে আমিও হয়ত একই কাজ করতাম।'
এদিকে বেশকিছুদিন আগে বন্ধু প্রভাসের বিয়ে নিয়ে বিশেষ ইঙ্গিত দিয়েছিলেন অভিনেতা রামচরণ। একটি🎐 জনপ্রিয় শোয়ে উপস্থিত হয়েছিলেন রামচরণ। সেখানেই তাঁকে প্রভাসের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে রামচরণ বলেছিলেন, খুব শীঘ্রই বিয়ে করতে পারেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার গণপভরাম গ্রামের মেয়ে। তবে পরে সেই খবরেরও সত্যতা জানা যায়নি। বারবারই বিয়ের খবর উড়িয়ে দিয়েছেন অভিনেতা ও তাঁর টিম। এবারও সেই একই ঘটনা ঘটল।
এদিকে বারবার ছড়িয়ে পড়া প্রভাসের বিয়ের গুঞ্জনের মাঝে ‘দেবসেনা’ অনুষ্কা শেট্টির সঙ্গে তাঁর নাম জড়িয়ে নানান গুঞ্জন শোনা গিয়েছে। তাঁর অন্যতম কারণ, ৪৫-এ এসেও প্রভাস এখনও ব্যাচেলার। আবার 💧লোকজন বলেন, প্রভাসের জন্যই নাকি ৪৩ বছর বয়সে এসেও এখনও অবিবাহিত অনুষ্কা শেট্টি। আꦺর তাই দুইয়ে দুই ৪- করে নিয়ে অসুবিধা হয়নি অনুরাগীদের। যদিও প্রেমের কথা কোনওদিনই স্বীকার করেননি তাঁরা।
আরও পড়ুন-ওড়িয়া অভিনেতার সঙ্গে ট𒉰েকেনি ‘বিয়ে’, ২য় বিয়েতে কেমন সাজেন 𝓀রচনা? সামনে গায়ে হলুদ থেকে সিঁদুরদানের ছবি
প্রভাসের কাজ
কাজের ক্ষেত্রে প্রভাসকে শেষবার কাল্কি ২৮৯৮ এডি ছবিতে শেষবার দেখা গিয়েছিল। এই ছবিতে প্রভাসের সঙ্গে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোনও ছিলেন। এবার প্রভাসকে ‘দ্য রাজা সাহেব’ ছবিতে দেখা যাবে। এই ছবিটি আগামী ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পরে ছবির মুক্তি স্থগিত রাখা হয়। এছাড়াও তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পির𓃲িট’-এও কাজ করবেন প্রভাস।