সম্প্রতি আমার বস টিমের পক্ষ থেকে দিদি নম্বর ১-এ এসেছিলেন গায়িকা প্রশ্মিতা পাল। ২০২৪ সালের মার্চ মাসে তিনি ও অনুপম রায় আইনি বিয়ে করে। অর্থাৎ এখনও সদ্য বিবাহিত বলাই যায়। স্বভাবত রচনারও প্রশ্ন এল জানতে, কীভাবে চলছে অনুপম ও প্রশ্মিতার নতুন সংসার! সঙ্গে আবার গায়িকা জানালেন, কীভাবে বরের পছন্দের রান্না তিনি ছুটির দিনে করেন ইউটিউব দেখে। আর সেগুলো সোনামুখ করে খেয়েও নেন অনুপম।
রচনার করা ‘বাড়িতে কে বস’ প্রশ্নে প্রশ্মিতা জানান, ‘আসলেই অনুপম।’‘বাড়িতে কে বস’ প্রশ্নে প্রশ্মিতা জানান, ‘আসলেই অনুপম।’ তাতে রচনার পালটা প্রশ্ন, ‘মানে সবকিছুই অনুপম সমলাচ্ছে?’ তাতে প্রশ্মিতা জবাব দেন, ‘না সবকিছু ও সামলাচ্ছে না। আমরা দুজনেই বাড়ির সব কাজ মিলেমিশে করি। ও থাকলে ও করে, আমি থাকলে আমি করি। আসলে ও সংসার করতে ভালোবাসে। জানে ফ্রিজের কোন রান্নাটা কবের। জানেন, কোন সবজি কিনতে হবে, কী কী ফল কিনতে হবে। মাছ-মাংস নিজে গিয়ে কিনে আনে বাজার থেকে।’
এরপরই প্রশ্মিতা জানান যে, তিনি ছুটির দিনে ইউটিউব দেখে অনুপমের পছন্দের রান্না করে দেন। আর সেগুলো খেয়ে কী বলে বরমশাই? তাতে জানা যায়, ‘ও কোনোদিন খারাপ বলে না। বলে দারুণ হয়েছে খেতে। একদিন দেখছি এত নুন হয়েছে খাওয়া যাচ্ছে না। আমি বললাম, এটাকে তুমি দারুণ বলছ খেতে? তাতে ও জবাব দেয়, না এমনি তো ভালো হয়েছে, শুধু নুনটা বেশি হয়েছে একটু এই যা!’
আমার বস সিনেমায় ‘আজ বসন্ত ডেকেছে আমাকে’ গানটি গেয়েছেন প্রশ্মিতা। যা ইতিমধ্যেই খুব হিট। এই গানের সুরও দিয়েছেন অনুপম। গানটি নিয়ে একটি গল্পও ভাগ করে নেন প্রশ্মিতা দিদি নম্বর ১-এ। বলেন, ‘এই নোটটা একটু গেয়ে দেখো তো, লাগছে কি না ঠিকঠাক'। আমি আবাক হয়ে বলছি, 'আমি তো মিটিংয়ে'। বলছে, 'আরে দু লাইন গেয়ে দাও না'। তারপর আমি আমার অফিসের বসেদের বলে, একটু বাথরুমে যাই। ওয়াশ রুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে দু লাইন গেয়ে পাঠাই ওকে।’