‘আমাদের সমাজে মেয়েদের কৃতিত্ব দেওয়া হয় না। দুই ক্ষেত্রেই মেয়েদের কৃতিত্ব দেওয়া হয় না। আপনি যেকোনও কথাই বলবেন, ওটার অন্য অর্থ বের করা হবে। প্রত্যেকটি মানুষের তাঁদের জীবনে আসা মহিলাদের সম্মান দেওয়া উচিত।’ ২দিন আগেই পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলি বলেছিলেন বিরাট কোহলি।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরপরই এই পিঙ্কভিলার তরফে তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে সাক্ষাৎকারটি পোস্ট করা হয়।
সেই সাক্ষাৎকারে অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা প্রসঙ্গে বিরাট বলেন, ‘আমি স্বার্থপর ছিলাম... ও না থাকলে আমার জীবন ধ্বংস হয়ে যেত’। — টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর বিরাট কোহলি অনুষ্কা শর্মা সম্পর্কে এই বাস্তব কথাগুলি অকপটে স্বীকার করে নেন। এই আবেগঘন স্মৃতিচারণে, বিরাট বলেন 'যে আমাদের সংস্কৃতি খুব কমই মহিলাদের কৃতিত্ব দেয়। বিরাট স্বীকার করে নেন যে অনুষ্কা তাঁকে দেখিয়েছেন, তিনি খেলার বাইরেও আর কী ভালো করতে পারেন।
প্রসঙ্গত, সোমবারই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। তারপর থেকে বরাবরের মতো সব সময় বিরাটের পাশে দেখা গিয়েছে স্ত্রী অনুষ্কাকে। অবসর ঘোষণার পর মুম্বই বিমানবন্দরে প্রথম দেখা যায় ক্রিকেটারকে। সেসময় বিরাটের সঙ্গে ছিলেন অনুষ্কা। পরদিন মঙ্গলবার বৃন্দাবনে দেখা যায় 'বিরুষ্কা' জুটিকে। যেখান থেকে ভাইরাল হয়েছিল দম্পতির একটি ভিডিয়ো।
বৃন্দাবন থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যায় তারকা দম্পতি প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নেন। মহারাজও বিরুষ্কার মনে তৈরি হওয়া সমস্ত প্রশ্নের উত্তর দেন। এই সময় প্রেমানন্দ মহারাজের কথা শুনতে শুনতে অনুষ্কার চোখ আবেগে ছলছল করে ওঠে। একজন অনুরাগী তাঁদের সেই আবেগঘন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘মহারাজজির সামনে অনুষ্কা নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি তাঁর স্বামীর অবসরের বেদনা অনুভব করতে পারছেন, কিন্তু একজন পুরুষ হিসেবে কোহলি কীভাবে কাঁদতে পারেন?’
এদিকে টেস্ট ক্রিকেটকে সদ্য বিদায় বলেছেন বিরাট কোহলি। সোমবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন বিরাট। 'কিং কোহলি' এমন সিদ্ধান্তে মন খারাপ অনুরাগীদের। বিরাটের এই বিদায়ে তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাও একটি আবেগঘন পোস্ট করেছেন। নিজের পোস্টে কিং কোহলির টেস্ট কেরিয়ারের প্রশংসা করেছেন অনুষ্কা।
টেস্ট ক্রিকেটে কারা সফল হয়েছেন…
অনুষ্কা শর্মা তাঁর ইনস্টা স্টোরিতে যে পোস্টটি শেয়ার করেছেন, সেই পোস্টে লেখা আছে, ‘টেস্ট ক্রিকেট কেবলই তাঁরাই সফল হয়েছেন যাঁদের বলার মতো কোনও গল্প ছিল। সেই দীর্ঘ গল্প যা ভেজা, শুকনো, দেশি, বিদেশি প্রতিটি পিচে লিখেও শেষ হয় না।’ বিরাট ঘরণী এই পোস্টটি শেয়ার করে একটি হার্ট ইমোজিও দিয়েছেন।
পোস্টটি এখানে দেখুন…

এদিকে বিরাট কোহলি অবসর ঘোষণার পরপরই স্বামীকে নিয়ে আবেগঘন লম্বা একটি পোস্ট করেছিলেন অনুষ্কা শর্মা। সেই পোস্টে তিনি লেখেন, 'ওরা রেকর্ড নিয়ে কথা বলবে, মাইলস্টোন নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই কান্নাগুলোর কথা যেগুলো তুমি কাউকে দেখাওনি, সেই যুদ্ধগুলোর কথা যেগুলো কেউ দেখেনি, এবং এই অমূল্য ভালোবাসা তুমি খেলার এই ফরম্যাটকে দিয়েছ। আমি জানি এটা তোমার থেকে তোমার কত বড় একটা অংশ নিয়ে নিল। প্রতিটি টেস্ট সিরিজের পর তুমি আরও একটু বুদ্ধিমান, আরও একটু বিনয়ী হয়ে ফিরতে। তোমায় উন্নতি করতে দেখতে পারা আমার কাছে সৌভাগ্যের মতো।
আমি সবসময় চেয়েছিলাম যে তুমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই সাদা পোশাকে অবসর নেবে। কিন্তু তুমি তোমার মনের কথা শুনেছ। তাই আমি তোমায় বলতে চাই, তুমি এই বিদায়ের প্রতিটি অংশ অর্জন করেছে।'